Inqilab Logo

শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পিতা-মাতার উচিত ইসলামের বিধান অনুযায়ী সন্তানদের লালন-পালন করা-সোনাকান্দার পীর সাহেব

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সোনাকান্দা সংবাদদাতা : পিতা মাতার প্রতি সন্তানের যেমন ফরজ দায়-দায়িত্ব রয়েছে তেমনি সন্তানের প্রতিও পিতা-মাতার রয়েছে অনেক দায়িত্ব ও কর্তব্য। সন্তান জন্মদানের আগে থেকেই সন্তানের প্রতি ইসলামের নির্ধারণ করা দায়িত্ব ও কর্তব্যগুলো জানা পিতামাতার উপর ফরজ। আর বিবাহের আগ থেকেই বাবা মায়ের এ দায়িত্ব শুরু হয়ে যায়। চরিত্রবান, সৎ ও নেককার হবু বংশধর বৃদ্ধির জন্য মহান আল্লাহ পাকের নিকট চরিত্রবান, সৎ ও নেককার স্বামী ও স্ত্রী প্রার্থনা করার কথা ইসলামে অতি গুরুত্বের সাথে বলা হয়েছে। আমরা পিতামাতারা সন্তানের হকগুলো জেনে যথাযথভাবে প্রয়োগ-পালন ও আমল করলে আমাদের কলিজার টুকরো সন্তান কিশোর ও তরুণদেরকে বিপথগামীতা থেকে রক্ষা করা অতি সহজ হবে। শিক্ষিত সুধী সমাজ ওলামায়ে কেরামগণসহ সবাই এই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়টি ওয়াজ-মাহফিল, সভা-সমিতি, সেমিনার-সিম্পোজিয়াম,প্রিন্টিং-ইলেক্ট্রনিক মিডিয়া, ফেসবুক, টুইটার ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগের সকল মাধ্যমগুলোতে তুলে ধরতে হবে। গত সোমবার বাসাবো-সবুজবাগ থানার মাদারটেক আবদুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে উক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ হাফিজুদ্দীন মাস্টার (রহ:) কর্তৃক প্রতিষ্ঠিত তিন দিনব্যাপী অনুষ্ঠিত বাৎসরিক ইছালে ছাওয়াব ও দোয়ার মাহফিলের দ্বিতীয় দিনের বয়ানে বাংলাদেশ তালিমে হিযবুল্লাহর আমির ও সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেব অধ্যক্ষ আলহাজ মাওলানা মাহমুদুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন- সমাজে যেভাবে আশঙ্কাজনকহারে মাদকাসক্তি, চুরি-ডাকাতি, ছিনতাই-রাহাজানি, পিতামাতার প্রতি অবাধ্যতা, হত্যা-গুম, রাষ্ট্র,সমাজ-সংসার ও কর্তব্যের প্রতি অবহেলা, দায়িত্বহীনতা, ফাঁকি দেয়ার মানসিকতা ও কোমলমতি উঠতি বয়সের সন্তানদের উচ্ছৃঙ্খলতা বেড়ে চলেছে; এমতাবস্থায় আমাদের আর কারো বসে থাকার সুযোগ নেই। মানব চরিত্রের উৎকর্ষ সাধনে ধৈর্য্য, আত্মশুদ্ধি ও আত্মসংযমের যাবতীয় সর্বোৎকৃষ্ট ও পবিত্র পথনির্দেশিকা রয়েছে মানবধর্ম ইসলামে। এগুলো সম্পর্কে জ্ঞানার্জন করাট প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরজ। মাহফিল শেষে অধ্যক্ষ মো. মাহমুদুর রহমান (পীর সাহেব সোনাকান্দা দরবার শরীফ) দেশে ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ