Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমরানুল হকের ঢাকা ব্যাংক লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপনাপরিচালক হিসেবে পদোন্নতি

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

এমরানুল হক ঢাকা ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন যা ১লা জানুয়ারি থেকে কার্যকর। এর আগে, তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বপালন করেন। এ ছাড়াও তিনি করপোরেট ব্যাংকিং বিভাগেরও প্রধান ছিলেন। দেশে ও বিদেশে তিনদশকের বেশি ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন জনাব হক, ১৯৮৬ সালে ব্যাংক অব ক্রেডিট এন্ড কমার্স ইন্টারন্যাশনালের (বি সি সি আই) ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এ ছাড়াও তিনি ১৯৯৮ সালে ঢাকা ব্যাংক লিমিটেডে যোগদানের পূর্বে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং ক্রেডিট আফ্রিকা ব্যাংক লিমিটেড, জামবিয়াতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ঢাকা ব্যাংকের সাথে দীর্ঘ পথপরিক্রমায়, তিনি শাখা ব্যবস্থাপক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ করপোরেট শাখায় দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে দেশে এবং দেশের বাহিরে যেমন : থাইল্যান্ড, হংকং, জার্মানি এবং ইউএসএ-তে অংশগ্রহণ করেন। তিনি একজন ‘সার্টিফাইড করপোরেট ব্যাংকার’ এবং আমেরিকান একাডেমি অব ফাইন্যন্স্যিয়াল ম্যানেজমেন্টের ‘ফেলো’। এ ছাড়াও তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)এর ‘ব্যাংকিং টেকনিক এন্ড প্র্যাকটিস’ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সদস্য। জনাব হক ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি দুই কন্যাসন্তান এবং এক পুত্র সন্তানের গর্বিত পিতা। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদোন্নতি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ