Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিচালক পদে পদোন্নতি পেলেন সাঈদা খানম

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স এর অতিরিক্ত পরিচালক সাঈদা খানম পরিচালক (এক্স ক্যাডার-প্রকাশনা) পদে পদোন্নতি পেয়েছেন। গতকাল তাকে এ পদোন্নতি দেয়া হয়। তিনি ২০০০ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি ও পরবর্তীতে তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন। সাঈদা খানম ১৯৯৬ সালে প্রথমে একটি উন্নয়ন সংস্থায় হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ট্রেইনার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় চাকুরিতে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশায় প্রবেশ করেন। জনসংযোগ কার্যক্রমকে পেশা হিসেবে নেয়ার আগ্রহ থেকেই তিনি কেন্দ্রীয় ব্যাংকের জনসংযোগ ও প্রকাশনা বিভাগে যোগদান করেন এবং যোগদানের পর থেকে দক্ষতা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করছেন। সাঈদা খানমের পৈত্রিক নিবাস বরিশাল হলেও বেড়ে ওঠা ঢাকা শহরে। সাঈদা খানম দেশে-বিদেশে অনেক কর্মশালা ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

তিনি মালয়শিয়াতে অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আয়োজিত নারী ও জেন্ডার বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেন।
ভবিষ্যতে নারীর ক্ষমতায়নে তথ্য যোগাযোগের ভূমিকা নিয়ে তিনি কাজ করার আশা রাখেন। সাহিত্যানুরাগী, সংস্কৃতিমনা ও প্রাণবন্ত ব্যক্তিত্ব হিসেবে সাঈদা খানম অফিস ও সুধী মহলে সমাদৃত। তাঁর স্বামী একজন প্রকৌশলী। তিনি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে কর্মরত, তাঁদের দু’পুত্র ইংরেজি মাধ্যমে অধ্যয়নরত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিচালক পদে পদোন্নতি পেলেন সাঈদা খানম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ