Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১২ যুগ্ম-জেলা জজের পদোন্নতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বিভিন্ন আদালতে কর্মরত ১১২ যুগ্ম-জেলা জজকে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে গতকাল রোববার এ পদোন্নতি দেয়া হয়। এ বিষয়ে প্রেসিডেন্টের আদেশক্রমে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ বিচারকদের যুগ্ম জেলা ও দায়রা জজ পদ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেয়া পর্যন্ত নতুন কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো। পদোন্নতি পাওয়া বিচারকদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে অবিলম্বে যোগদানের জন্য অনুরোধ করা হয় প্রজ্ঞাপনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১১২ যুগ্ম-জেলা জজের পদোন্নতি

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ