Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেস্ট অভিষেকের সামনে দাঁড়িয়ে রোমাঞ্চিত তাসকিন

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ৩২ মাস আগে টি-২০ ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যে দিন হয়েছে অভিষেক, তখনো কিন্তু ভবিষ্যতে টেস্ট অভিষেকের মতো বড় স্বপ্ন দেখেননি তাসকিন আহমেদ। টি-২০ অভিষেকের ২ মাস পর ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ৫ উইকেটে উজ্জ্বাল্য ছড়িয়েও সীমিত ওভারের ক্রিকেটের গÐিতেই আন্তর্জাতিক ক্যারিয়ারটা টেনে নিচ্ছিলেন তাসকিন। ২০১৩ সালে বড় ধরনের ইনজুরিতে পড়ে মেলবোর্নে হাঁটুর অস্ত্রোপচারের পর দীর্ঘ পরিসরের ম্যাচ খেলতে মানা ছিল বলে ১০টি প্রথম শ্রেণির ম্যাচেই থমকে দাঁড়িয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজে ২ দিনের অনুশীলন ম্যাচে তাসকিনকে নামিয়ে দিয়ে ভবিষ্যতে টেস্টের জন্য তৈরি করা হচ্ছে, এমন ধারণা পোষণ করেছেন যারা, তাদের উদ্দেশে হেড কোচ হাতুরুসিংহের বার্তা ছিল ঠিক এমনটাইÑ ‘সে কি চারদিনের ম্যাচ খেলেছে? তাকে সরাসরি টেস্টে নামিয়ে দিয়ে যাদু আশা করছ কিভাবে? যে কখনোই ৪ দিনের ম্যাচ খেলেনি, তার কাছে ৪ দিন দাঁড়িয়ে ফিল্ডিং করা, দিনে ১৫ ওভার বল করাটা একেবারে নুতন মনে হবে। আমি এমন কারো ক্যারিয়ার ধ্বংস করতে চাই না।’ অথচ গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টকে সামনে রেখে যে কোচ এমন মন্তব্য করেছেন, ৩ মাস পেরুনোর আগেই সেই কোচ নিউজিল্যান্ড সফরে টেস্ট অভিষেকের নিশ্চয়তা দিয়েছেন ওই ছেলেটিকে!
আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকের ৩২ মাস পর টেস্ট অভিষেক, প্রতীক্ষার অবসানে তাই রোমাঞ্চিত তাসকিনÑ ‘টেস্ট অভিষেক হলে তা হবে স্বপ্ন পূরণের মত। গত আড়াই বছরে যতগুলো আন্তর্জাতিক সিরিজ খেলেছি, সে সব সিরিজে টি-২০ এবং ওয়ানডে শেষ হলে আমি চলে যেতাম। এবার দলের সঙ্গে থাকার সৌভাগ্য হয়েছে।’
ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ২ দিনের অনুশীলন ম্যাচের একদিন পুরোটা সময়ই করেছেন ফিল্ডিং। এম এ আজিজ স্টেডিয়ামের মরা পিচে ২ স্পেলে ১৩.২ ওভার বল করেছেন, ইংলিশ টেল এন্ডার গ্যারেথ ব্যাটিকে বোল্ড আউটে দিয়েছেন ফিরিয়ে। সে দিন থেকেই টেস্ট অভিষেকের প্রহর গুনতে থাকা তাসকিন কঠোর অনুশীলনে নিজেকে টেস্টের জন্য প্রস্তুত করেছেন বলে জানিয়েছেনÑ ‘টেস্টে সুযোগ পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। বিসিবি থেকে, দলের সাপোর্ট স্টাফ অনেক সাহায্য করেছেন সবাই। আমার জন্য আলাদা প্রোগ্রাম তৈরি করা হয়েছিল। সেই প্রোগ্রাম অনুযায়ী ট্রেনিং করেছি। নেটে এমনও দিন গেছে, যেখানে কয়েকটা স্পেলে ১২ থেকে ১৫ ওভার বোলিং করতে হয়েছে।’
ওয়ানডের বোলিংয়ের সঙ্গে টেস্ট ম্যাচের বোলিংয়ে বিস্তর ফারাক, সেই রেসিপিটা মেনে নিজেকে প্রস্তুত করেছেন। টেস্টে গতি’র সঙ্গে চাই সুইং, সেই সুইংও নাকি রপ্ত করেছেন ইতোমধ্যে তাসকিনÑ ‘আগে সুইং করতে পারতাম না। সে কারণেই নেটে সুইং নিয়ে কাজ করছি। ফাস্ট বোলার হিসেবে আগ্রাসী তো থাকতেই হবে, তবে লাইন-লেংথ ও সুইংয়ে মনোযোগী হতে হবে।’ টেস্টের জন্য প্রয়োজনী ফিটনেস আছে,তাই টেস্ট ক্যারিয়ার লম্বা করার প্রত্যয় তাসকিনেরÑ ‘এখন ফিটনেসের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। এক ম্যাচ খেলে থেমে যেতে চাই না। নিয়মিত টেস্ট খেলতে চাই।’
মোহাম্মদ শহীদ এবং শফিউলের ইনজুরিটা টেস্ট লাইন আপে বাংলাদেশ দলের পেস শক্তিকে দূর্বল করে দিয়েছে। তা বলার অপেক্ষা রাখে না। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত বাংলাদেশ টেস্ট স্কোয়াডে অভিজ্ঞ কেবলই রুবেল হোসেন। টেস্ট খেলার অভিজ্ঞতা তার ২৩টি ম্যাচ। অন্যদিকে স্বাগতিক দল এই ডিপার্টমেন্টে অনেক অভিজ্ঞ। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট এবং নিল ওয়েগনারের টেস্ট ম্যাচের সমষ্টি ১২৮টি। তবে বাংলাদেশের অনভিজ্ঞ পেস বোলিং লাইন আপ দিয়েই নিউজিল্যান্ডের মোকাবেলা করার মানসিক শক্তি এবং সামর্থ আছে বলে মনে প্রাণে বিশ্বাস করেন তাসকিনÑ ‘আমাদের পেস আক্রমণও কিন্তু একেবারে খারাপ নয়। রোমাঞ্চিত। আমাদেরও ভালো মানের ফাস্ট বোলার আছে। টেস্ট খেলার অভিজ্ঞতায় ঘাটতি থাকলেও আমাদের যে সামর্থ আছে, তা দিয়ে যে কোনো কিছু ঘটানো সম্ভব।’
এই নিউজিল্যান্ড সফরেই কিন্তু ৯ বছর আগে টেস্ট অভিষেক হয়েছিল বাংলাদেশের তিন ক্রিকেটারের। সেই ঝুঁকিটা নিয়েছিলেন তৎকালীন কোচ জেমি সিডন্স। ডানেডিন টেস্টে এক সঙ্গে অভিষেক হওয়া তিন ক্রিকেটারের মধ্যে বাঁ হাতি পেস বোলার সাজেদুলের ক্যারিয়ার থমকে গেছে অনেক আগেই। ওপেনিং পার্টনারশিপে তামীম-জুনায়েদের ১৬১ রানের পার্টনারশিপটা এখনো স্মৃতিতে অ¤øান তামীমের। কারণ, তিনিই ওই তিনজনের মধ্যে এখনো টেস্ট এরিনায় আছেন টিকে, টেস্টে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক রানের মালিক তিনিই। তাসকিনকে এই অতীতও মনে করাতে হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেস্ট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ