বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের তেলিগ্রাম উচ্চবিদ্যালয়ে নতুন বছরে নতুন বই পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা বাড়ী ফিরেছে হাসি-আনন্দে। কিন্তু স্থানীয় সরকার বিরোধী একটি কুচক্রীমহল বই নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয় কৃর্তপক্ষ জানায়, নতুন বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় ফুলবাড়ীয়া তেলিগ্রাম উচ্চবিদ্যালয়ে বই বিতরণ শুরু হয়। এভাবে টানা কয়েকদিন চলে বই বিতরণ। কিন্তু স্থানীয় একটি পক্ষ ২ জানুয়ারি ‘বই না পেয়ে শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে’ বলে মিথ্যা ও বানোয়াট অভিযোগ উত্থাপন করে তা উপজেলা শিক্ষা অফিসসহ এলাকায় প্রচার করে। অথচ নিয়ম মেনেই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বিগত সময়ে বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষক নিয়োগসহ নানা বিষয় নিয়ে সরকারবিরোধী স্থানীয় একটি পক্ষ স্বার্থ হাসিলের চেষ্টা করে। কিন্তু স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের হস্থক্ষেপে ওই পক্ষটি স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে নানা ধরনের ষড়যন্ত্র করতে শুরু করে। এরই ধারাবাহিকতায় ওই পক্ষটি পূর্বশত্রæতায় নতুন বছরের বই বিতরণ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে মিথ্যা ও বানোয়াট অভিযোগ প্রচার করে বিদ্যালয় র্কতৃপক্ষকে হয়রানি করছে। যা বিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশের অন্তরায়। তেলিগ্রাম উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: আফতাব উদ্দিন বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক নিয়োগসহ নানা বিষয় স্বার্থ হাসিলে ব্যর্থ একটি পক্ষ বই না পেয়ে শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে বলে প্রচার করেছে। এবং তারা স্থানীয় সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমাদের হয়রানি করা ও বিদ্যালয়ের সুনাম নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে। অথচ নিয়ম মেনেই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি মোতালেব সরকার জানান, বই বিতরণের সময় কোনো ধরনের টাকা আদায় করা হয়নি। কিন্তু একটি কুচক্রী মহল বিদ্যালয়ের সুনাম ক্ষুণœ করার জন্য এবং সরকারের বই উৎসবকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। আমি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।