Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহরাস্তিতে সাংবাদিককে ১০ ঘণ্টা আটকিয়ে নির্যাতন করলেন আ’লীগের বহিষ্কৃত নেতা

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শাহরাস্তি (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : শাহরাস্তিতে ইত্তেফাকের সাংবাদিক জসিমকে ১০ ঘণ্টা আটকিয়ে নির্যাতন করল আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মিজানুর রহমান। শুক্রবার রাত ১২টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউপির নোয়াপাড়া গ্রামের ভাই ভাই ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে। গত রোববার রাতে নির্যাতিন সাংবাদিক শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিকের পরিবার সূত্রে জানায়, ওই রাতে দৈনিক ইত্তেফাকের শাহরাস্তি প্রতিনিধি ও সাপ্তাহিক দেশকন্ঠের সহ-সম্পাদক সাংবাদিক মোঃ জসিম উদ্দিন মায়ের চিকিৎসার টাকা নিয়ে উপজেলা সদরে রওয়ানা দেয়। ওই সময় ভাই ভাই ব্রিক ফিল্ড এলাকায় পৌঁছলে সেখানে এক জনৈক ব্যক্তিকে মদ্যপান অবস্থায় দেখতে পায়। তখন ওই লোক তার গতিরোধ করে অশালিন আচরণ শুরু করলে বিষয়টি সাংবাদিক জসিমের সঙ্গে থাকা বন্ধু রাসেল সূরাহা করতে যায়। তখন তারা জানতে পারে ওই মদ্যপায়ী ব্যক্তি ব্রিক ফিল্ডের শ্রমিক (মাঝি) নুরুল ইসলাম মিরাজ। পরে তাকে নিবৃত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে রাসেল শাহরাস্তি মডেল থানাকে মুঠোফোনে বিষয়টি অবহিত করে। ওই সংবাদের ভিত্তিতে মডেল থানার উপ-পরিদর্শক সমীর মজুমদার ও সঙ্গীয় ফোর্স নুরুল ইসলাম মিরাজকে আটক করে নিয়ে আসে। ওই ঘটনা জানতে পেরে ব্রিক ফিল্ড স্বত্বাধিকারী ইউপি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ও তার সঙ্গীরা ঘটনাস্থলে পৌঁছে জসিম ও বন্ধু রাসেলকে বেদম প্রহার করে একটি কক্ষে আটকিয়ে রাখে। পরে রাসেল সু-কৌশলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর রাতের বেলায় শুরু হয় জসিমের উপর দফায় দফায় অমানুষিক নির্যাতন। এভাবে নির্যাতিত অবস্থায় কেটে যায় প্রায় ১০ ঘন্টা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ