Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব মুসলিমের সুখ ও সমৃদ্ধির এবং নিরাপত্তা বিধানে বড়পীরের (রহঃ) আদর্শ মেনে নিন

বায়তুশ শরফের মাহফিলে পীর সাহেব কুতুব উদ্দিন

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : পীর সাহেব বায়তুশ শরফ বাহারুল উলুম আল্লামা কুতুব উদ্দিন (ম-জ) বড়পীর হযরত অব্দুল কাদের জিলানী (রহঃ) স্মরণে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী ইছালে ছওয়াব মাহফিলে বিশ্ব মুসলিমের সুখ ও সমৃদ্ধির এবং নিরাপত্তার জন্য বড়পীর হযরত অব্দুল কাদের জিলানী রহঃ এর অর্দশ মেনে চলার আহবান জানান।
তিনি বলেন, বিশ্ব মুসলিমের সার্বিক সুখ সমৃদ্ধি ও নিরাপত্তা বিধানে মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের বড়পীর আব্দুল কাদের জিলানী রহঃ আদর্শ মেনে চলুন। যেহেতু তিনি বিশ্বনবী (সাঃ)-এর হুবহু অনুসারী ছিলেন। তাঁর অনুসৃত পথে মুসলমানদের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নেই। গতকাল কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে শুরু হওয়া দু’দিনব্যাপী মাহফিলে ইছালে ছওয়াব এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল বাদ আছর থেকে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মাহফিলে ইছালে ছওয়াব-ফাতেহায়ে ইয়াজ দাহুম। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) এর স্মরণে প্রতিবছরের মত এবারো দু’দিন ব্যাপী মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান অতিথি আরো বলেন, শেষ নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) হযরত ইব্রাহীম (আঃ) এর বংশে তশরীফ এনেছিলেন। আর গাউছে পাক হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) তশরীফ এনেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিস সালামের বংশে।
তিনি আরো বলেন, বায়তুশ শরফ আজ সারা বাংলাদেশে হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছে। এটি হযরত কিবলা শাহসুফি মাওলানা মীর মুহাম্মদ আখতার আলকাদেরীর রহঃ অবদান। আর এটিকে ফুলে ফলে শুশোভিত করেছেন ইসলামী রেনেসাঁর অগ্রদূত শাহছুফি মরহুম শাওলানা আব্দুল জব্বার রহঃ।
বায়তুশ শরফ কমপ্লেক্সের নির্বাহী পরিচালক মাওলানা তাহেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইছালে ছওয়াব মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে এর মহাপরিচালক শিক্ষাবিদ আলহাজ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, অধ্যক্ষ মাওলানা মীম ছিদ্দিক ফারুকী, আলহাজ্ব মাওলানা আব্দুল হাই নদভী, মাওলানা শফিক অহমদ, মাওলানা কাজি জাফর আহমদ, মাওলানা নূরুল আলম ফারুকী, মাওলানা নূরুল আমিন, মাওলানা নুরুল হুদা, মাওলানা রফিক আহমদ, মাহবুবুল বশর আলকাদেরী, কাজী শিহাব উদ্দিন, রিদুয়ানুল হক, ফেরদাউস আহমদ জমিরী, আবু ছালেহ ছলিম উল্লাহ ও মাওলানা মামুনুর রশীদ নূরী। এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেম-ওলামাসহ দ্বীন দরদী হাজারো মুসলমানবৃন্দ। আগামীকাল বাদ ফজর দু’দিন ব্যাপী মাহফিলের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ