প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
যত বছর ধরে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বলা হয় এই বছরের মৌসুমটি তার মধ্যে সেরা। সপ্তাহের পর সপ্তাহ চ্যাট শোটি শীর্ষ সব তারকাদের দর্শকদের সামনে হাজির করে চমৎকৃত করে চলেছে। এমনিতেই এটি রেটিংয়ে দিক থেকে এখন উপরের দিকেই আছে। তা আরেক কাঠি উপরে নিয়ে যাবার জন্য এখন এই অনুষ্ঠানের একটি পর্বের জন্য হলিউডের অ্যাকশন তারকা ভিন ডিজেলকে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।
অনেকের জানা আছে এই মাসেই ভিন ডিজেল অভিনীত ‘ট্রিপল এক্স : রিটার্ন অফ য্যান্ডার কেইজ’ মুক্তি পাবে। এই ফিল্মটি দিয়ে বলিউডের দীপিকা পাডুকোনের হলিউডে অভিষেক হচ্ছে। হলিউডের সঙ্গে ভারতেও চলচ্চিত্রটি একই সঙ্গে মুক্তি পাবে এবং এই উপলক্ষে ডিজেল ভারতে এক প্রচার সফরে আসবেন। স্বাভাবিকভাবেই ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে ভিন ডিজেলকে উপস্থিত করা গেছে শুধু যে চলচ্চিত্রটির ব্যাপক প্রচার হবে তাই নয় অনুষ্ঠানটিরও কদর আরও বাড়বে।
‘কফি উইথ করণ’ ভারতীয় দর্শকদের সঙ্গে ভিন ডিজেলের যোগাযোগ স্থাপনের ব্যবস্থা করবে। ডিজেলের অনুষ্ঠানটিতে অংশ নেয়ার বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া না হলেও ১৪ জানুয়ারি এটি প্রচারিত হবার সম্ভাবনা আছে বলে সূত্র জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।