Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

নতুন ঠিকানায় মার্কেন্টাইল ব্যাংকের দু’টি শাখা

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গতকাল মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ধানমন্ডিতে অবস্থিত ‘সাতমসজিদ রোড শাখা’ ও মিরপুরে অবস্থিত ‘মাজার রোড শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়ে কার্যক্রম শুরু করেছে। ‘সাতমসজিদ রোড শাখা’ স্থানান্তরিত নতুন ঠিকানা হোল্ডিং- ২২৫ (পুরাতন), ৩৯/এ (নতুন), রোড- ২৫ (পুরাতন), রোড - ১৪/এ (নতুন), ওয়ার্ড -১৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা এবং ‘মাজার রোড শাখা’ স্থানান্তরিত নতুন ঠিকানা হোল্ডিং- ২/এ, দারুস সালাম রোড, ওয়ার্ড-১২, ঢাকা উত্তর সিটি করপোরেশন, মিরপুর-১, ঢাকা-১২১৬। নতুন ঠিকানায় শাখা দু’টির কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে পৃথক দু’টি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান শহিদুল আহ্সান প্রধান অতিথি থেকে নতুন ঠিকানায় শাখা দু’টির কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক এম আমানউল্লাহ ও আলহাজ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: কামরুল ইসলাম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা, বিপুলসংখ্যক গ্রাহক, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ