Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার আবারো গণতন্ত্র হরণ করেছে-ইসলামী ঐক্যজোট

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ ২০ দলের শরীক ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ বলেছেন, গত ৫ জানুয়ারী জুলুমতন্ত্রের মাধ্যমে পুনরায় গণতন্ত্রকে হরণ করা হলো। গত বৃহস্পতিবার বিএনপির কালো পতাকা পালন দিবসের বিভিন্ন শান্তিপূর্ণ সমাবেশে প্রজন্ম লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নাম ব্যবহার করে কিছু লোক পুলিশের নীরব, নিষ্ক্রিয় উপস্থিতিতে, কোথাও বা সক্রিয় সহযোগিতায় বিএনপির নেতা-কর্মীদেরকে মারধর করে, ব্যানার পুড়িয়ে ও কার্যালয় তছনছ করে সন্ত্রাসী তা-ব সৃষ্টি করেছিল। আওয়ামী লীগ এভাবেই এক দলীয় শাসন ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করতে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে যাচ্ছে। আল্লামা আতহার আলী (রহঃ) মিলনায়তনে ইসলামী ঐক্যজোটের মজলিসে শূরা’র বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেছেন।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রকিব এ্যাডভোকেট-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল করিম খান, যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাওলানা শওকত আমীন, পীর সাহেব বি. বাড়ীয়া, মাওলানা আশরাফ আলী তাহেরপুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ