বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের মেহগনি বাগান থেকে আমেনা বেওয়া নামের ৭০ বছরের এক বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার কালীবাড়ী গ্রামের একটি মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আমেনা বেওয়া উপজেলার কালীবাড়ী গ্রামের মৃত নায়েবুলার স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছয় ছেলেকে থানা হেফাজতের নিয়েছে পুলিশ। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খাঁন ও স্থানীয়রা জানান, সন্ধ্যার পরও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় আমেনা বেওয়াকে খুঁজতে এলাকায় মাইকিং করা হয়। অনেক খোঁজাখুঁজির পরও রাতে তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকালে স্থানীয়রা ওই মেহগনি বাগানের মধ্যে দিয়ে চলাচল করার সময় ঝোঁপের ভিতরে একটি লাশ দেখতে পায় । পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমেনা বেওয়ার হাত-পা বাঁধা চাদর দিয়ে ঢাকা অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তার বসত বাড়ির জমি নিয়ে কোন বিরোধের জেরে এই ঘটনাটি ঘটতে পারে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ধারণা করা হয়েছে, আমিনা বেওয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের গলায় তেমনই চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছয় ছেলেকে আটক করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন এবং ছেলেদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার আসল রহস্য উদঘাটন সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।