Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রেফারির এক হাত নিলেন পিকে

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : একাদশে ছিলেন না কে- ‘এমএসএন’ ত্রয়ীসহ জেরার্ড পিকে, আন্দ্রেস ইনিয়েস্তা, জর্ডি আলবা, ইভান রাকিটিস সবাই ছিলেন। লুইস এনরিকের সেরা একাদশই বলতে হবে। এর পরও হার দিয়ে বছর শুরু করতে হল বার্সেলোনাকে। কোপা দেল রে’র শেষ ষোলর প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ২-১ গোলে হেরেছে কাতালানরা।
প্রথমার্ধে মাত্র তিন মিনিটের ব্যাধানে আরিৎস আদুরিজ ও ইনাকি উইলিয়ামসের গোলে ২-০ গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্দান্ত ফ্রি-কিকে ব্যবধান কমান লিওনেল মেসি। ৭৪ ও ৮০তম মিনিটে দুই স্প্যানিশ মিডফিল্ডার রাহুল গার্সিয়া ও আন্দের ইতুরাস্পে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার পর আক্রমণের বাণ বইয়ে দেন মেসি-নেইমার-সুয়ারেজরা। কিন্তু ৯ জনের দল পেয়েও স্বাগতিক রক্ষণ দেয়াল ভাঙ্গা হয়নি মেসিদের। যোগ করা সময়ে আর্জেন্টাইন তারকার শট বারে আঘাত হানলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় টানা দু’বারের চ্যাম্পিয়নদের।
ম্যাচ শেষে হারের কারণ হিসেবে রেফারিকে দুষেছেন পিকে। প্রথমার্ধে নেইমারকে ডি বক্সে ফেলে দেন আদুরিজ। পেনাল্টি তো প্রাপ্য ছিলই সাথে আদুরিজেরও পাওনা ছিল লাল কার্ড। ম্যাচ শেষে এক স্প্যানিশ পত্রিকাকে এমনটিই বলেন পিকে, ‘আমি মনে করি এটা পরিষ্কার পেনাল্টি ছিল।’ স্প্যানিশ ডিফেন্ডার বলেন, ‘আমরা জানি এটা কেন হয়েছে। আমরা চেয়েছি ফুটবল ছেলতে জুয়া খেলতে নয়।’
কোচ এনরিকে অবশ্য এমন অভিযোগ করেননি। তার ছিল কূটনৈতিক জবাব। প্রথমার্ধে স্বল্প সময়ের ব্যবধানে দুই গোল খেয়ে বসাকে হারের প্রধাণ কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি, ‘প্রথমার্ধে আমাদের খেলায় অনেক ভুল ছিল। প্রতিপক্ষ দুটি গোল করে ফেলায় ও দলের বেশ ক’জন হলুদ কার্ড দেখায় এবং রেফারির সাথে বাকবিতন্ড করায় পরিস্থিতি জটিল হয়ে পড়েছিল।’ দ্বিতীয়ার্ধে সফরকারীদের খেলায় ছিল শ্রেষ্ঠত্বের ছাপ। একথা উল্লেখ করে স্প্যানিশ কোচ বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরাই বেশি আধিপত্য দেখিয়েছি এবং সবকিছু নিয়ন্ত্রণ করেছি।’
হারলেও প্রতিপক্ষের মাঠে একটি গোল ও হারের ব্যবধান কম হওয়াই শেষ আটে নিজের দলকেই এগিয়ে রাখছেন এনরিকে। আগামী বুধবার দ্বিতীয় লেগের ম্যাচ। পিকেও দিয়ে রেখেছেন ভালো কিছুর আভাস, ‘আশা করি ক্যাম্প ন্যুতে অসাধারণ কিছু হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিকে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ