Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে বগুড়ায় ইউনিয়ন আ.লীগ সভাপতি আহত

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগ নেতা মারাত্মক ভাবে আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক ভেবে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। আহত আওয়ামী লীগ নেতা ইসরাফিল (৫০) বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
আহত ইসরাফিলের ছেলে রবিউল ইসলাম সামি জানায়, বেলা দেড়টায় ওদ্দিরখোলা বাজার থেকে একাই মোটরসাইকেল নিয়ে বাজার করে গ্রামের বাড়িতে ফিরছিল। পথিমধ্যে মানিকদান ব্রিজের নিকটে সিএনজি নিয়ে দাঁড়িয়ে থাকা ৩ সন্ত্রাসী তাকে উপর্যুপুরি রামদা দিয়ে কোপাতে থাকে। পরে তার চিৎকারে আশে পাশের লোকজন চলে আসলে সন্ত্রাসীরা চলে যায়। পথচারীরা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. গণেশ কুমার আগরওয়ালা জানান, ইসরাফিলের মাথায়, হাতে, পায়ে ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। এখন তার জ্ঞান থাকলেও যে কোন মুহূর্তে তার অবস্থা খারাপ হতে পারে। তাই লাইফ সাপোর্ট না থাকায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাসীদ

২৯ জানুয়ারি, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ