Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে সোয়া তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : ঘনকুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বৃহস্পতিবার ভোর ৬.২০টা থেকে সোয়া ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ নদীতে দেড়শতাধিক যানবাহন নিয়ে আটকে ছিল ৮টি ফেরি। এসময় উভয়পাড়ে পারাপারের অপেক্ষায় ছিল কয়েকশ’ যানবাহন। কনকনে শীতে চরম ভোগান্তি পোহায় আটকেপড়া যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
বিআইডবিউটিসি’র আরিচা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে গতকাল ভোর ৬.২০ থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই নৌ-রুটে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। ঘন কুয়াশায় পথ চলতে না পেরে যাত্রী ও পরিবহন বোঝাই ৮টি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করতে বাধ্য হয়। এ ছাড়াও উভয়প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকে থাকে কয়েকশ’ যানবাহন, উভয় ঘাটে সৃষ্টি হয় তীব্র যানজট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাটুরিয়া

১৫ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ