Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দো-বাংলা কালচারাল অ্যাওয়ার্ড পেলেন শিল্পী শাওন চৌধুরী

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশের সঙ্গীতশিল্পী শাওন চৌধুরী কলকাতাভিত্তিক সংগঠন ইন্দো-বাংলা কালচারাল সোসাইটি প্রবর্তিত সঙ্গীত পুরস্কার ‘ইন্দো-বাংলা কালচারাল অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। ২০১৫ সালের অক্টোবরে ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী কুমার শানুর সঙ্গে ‘সুরে সুরে দুই বাংলা’ শিরোনামের একটি দ্বৈত অ্যালবামের জন্য শাওন চৌধুরী এই সম্মাননা লাভ করলেন। ২০১৬ সালের ডিসেম্বরের শেষের দিকে এই পুরস্কার প্রদান করে সংগঠনটি। সংগঠনটি আরো যাদের পুরস্কার প্রদান করে তারা হলেন ভারতের কুমার শানু, শুভ মিতা, হৈমন্তী শুক্লা প্রমুখ। রাগা মিউজিক থেকে প্রকাশিত শাওন চৌধুরী এবং কুমার শানুর দ্বৈত এলবাম ‘সুরে সুরে দুই বাংলা’ সারা ভারতে বেশ জনপ্রিয় হয় এবং ভালো বিক্রিও হয়। উল্লেখ্য, শাওন চৌধুরীর এ পযর্ন্ত ৯টি অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে যার ২টি কলকাতা থেকে প্রকাশিত। তার ‘কাল সারা রাত’ নামে একটি ভিডিও অ্যালবামও রয়েছে। শাওন চৌধুরী আধুনিক ও গজল পরিবেশন করে থাকেন। রেডিও, টেলিভিশনে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও প্লেব্যাক করেন। দ্বৈত পরিবেশনায় তিনি বিশ্বনন্দিত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, আশা ভোসলে, হৈমন্তী শুক্লা, কুমার শানু, অনুরাধা পাডোয়াল, কবিতা কৃষ্ণমূর্তি, অলকা ইয়ানক, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ আরো অনেকের সঙ্গে গান রেকর্ড করেছেন। তিনি উল্লেখযোগ্য সংখ্যক দেশি বিদেশী পুরস্কার লাভ করেছেন। এদের মধ্যে অন্যতম হচ্ছে দক্ষিণ কোরিয়ার ‘দ্য ওয়ার্ল্ড মাস্টার অ্যাওয়ার্ড, জিটিভি গুণীজন এওয়ার্ড, নেপালের সাউথ এশিয়ান কালচারাল এওয়ার্ড, মহাভারতী বাংলাভাষী এওয়ার্ড (দিল্লী), মান্নাদে স্মৃতি সম্ম্াননা, বিটিভি আটির্ষ্ট পারফরমেন্স এওয়ার্ড, বাংলাদেশ কালচারাল রিপোর্টারর্স এসোসিয়েশন অ্যাওয়ার্ড, সালমান শাহ স্মৃতি পরিষদ এওয়ার্ডসহ অসংখ্য সম্মাননা। ১৯৭৩ সাল থেকে তার সঙ্গীতে হাতে খড়ি। তার সঙ্গীত গুরু হলেন ওস্তাদ বাদল চন্দ এবং নিয়াজ মোহাম্মদ চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ