Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোয়াই হিম?

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

জন হামবুর্গ পরিচালিত কমেডি ফিল্ম ‘হোয়াই হিম?’। পূর্ণদৈর্ঘ্য ‘আই লাভ ইউ, ম্যান’ (২০০৯), ‘অ্যালং কেইম পলি’ (২০০৪) এবং ‘সেইফ মেন’ (১৯৯৮) ছাড়াও হামবুর্গ বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ও টিভি চলচ্চিত্র পরিচালনা করেছেন।
নেড ফ্লেমিং (ব্রায়েন ক্র্যানস্টন) অত্যন্ত রক্ষণশীল আর প্রাচীনপন্থী একজন মানুষ। স্বাভাবিকভাবেই পরিবারের ভালমন্দের প্রতি তার খেয়াল খুব বেশি। তাদের ক্ষতি হবে এমন কিছু হতে পরে এমন সব ব্যাপারে সে খুবই সংবেদনশীল। তার মেয়ে স্টেফানি (যোয়ি ডয়েচ) যখন বিশ্ববিদ্যালয় জীবনে পা রাখে তখন সে যে কত ধরনের আধুনিক পরিস্থিতির মুখোমুখি হতে পারে তা তার ধারণায়ই ছিল না। তার মেয়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। ভাবল ছুটিতে সে মেয়ের সঙ্গে দেখা করবে। সপরিবারে সে তার মেয়ের উদ্দেশে রওয়ানা দিয়ে দেয়। সেখানে সে যে কত বড় এক দুঃস্বপ্নের সামনে পড়বে তা তার ধারণাই ছিল না। আর এই দুঃস্বপ্নটি হল তার মেয়ের প্রেমিক লেয়ার্ড (জেমস ফ্র্যাঙ্কো)। বাইরে থেকে যে কোনও বাবা-মাই তাদের কন্যার প্রেমিক হিসেবে লেয়ার্ড আকর্ষণীয় মনে করতে পারে; বাস্তবে তা বাস্তবতার আশপাশেও নয়। লেয়ার্ড একজন সিলিকন ভ্যালি বিলিওনেয়ার। তবে তার অনেক সমস্যা আছে। বিশেষ করে সামাজিকভাবে সে স্বাভাবিক মানুষ নয়। অন্তত নেড মেয়ের জন্য যেমন বরের কথা বিবেচনায় রেখেছিল তা তো নয়ই। লেয়ার্ড প্রথমত বিরক্তি উৎপাদনকারী, ধনবান, আর সবচেয়ে বড় কথা তার শরীরে ট্যাটু আঁকা আছে। যখন সে জানতে পারল লেয়ার্ড স্টেফানিকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করার প্রস্তাব দেবে তার আতঙ্ক প্রায় আকাশ স্পর্শ করার মত হয়ে গেল। এখন তার মিশন হল বাগদান যেভাবেই হোক বানচাল করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোয়াই

২৮ ফেব্রুয়ারি, ২০২২
২৫ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ