পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক ঃ রাজস্ব বোর্ড ও কাস্টমস কর্তৃপক্ষের অসহযোগিতার কথা উল্লেখ করে উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। গত ২ জানুয়ারি অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রাজস্ব বোর্ড গত ২৬ আগস্ট, ২০১৫ কেপিপিএলের বন্ড লাইসেন্স ও বিআইএন (বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার) লক করে দেয়। এর বিরুদ্ধে কোম্পানি চট্টগ্রাম বন্দরে থাকা কাঁচামাল খালাসের জন্য উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করে। উচ্চ আদালত কাস্টমসের এ কার্যক্রমকে অবৈধ ও অনৈতিক বলে উল্লেখ করে ২ কোটি ৪০ লাখ টাকার আমদানিকৃত পণ্য ও বন্ড ওয়্যারহাউজে রক্ষিত ৫ কোটি ৩০ লক্ষ টাকার কাঁচামাল ছাড় দেয়ার নির্দেশ দেয়। অথচ তা ছাড় না দেয়ার কারণে কাঁচামালগুলোর মান ক্রমশ নষ্ট হয়ে যায়। এরপর কোম্পানি গত ১ জানুয়ারি ২০১৬ উচ্চ আদালতে যায় এবং সেখান থেকেও কাঁচামাল ছাড় দেয়ার নির্দেশ দেয়া হয়। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পণ্যগুলো ছাড়ার নির্দেশনা থাকা সত্তে¡ও এনবিআর এবং কাস্টমস না পণ্য ছাড় দিয়েছে, না তাদের বন্ড লাইসেন্স রিনিউ করেছে। ফলে কোম্পানি ঐ ২ প্রতিষ্ঠানের অসহযোগিতার কারণে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এ অবস্থায় আর কোন বিকল্প না থাকায় কোম্পানি অনেকটা বাধ্য হয়েই তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে। -ওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।