Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান সফরে আগ্রহী ওয়েস্ট ইন্ডিজ

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা ছাড়পত্র আর ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মতি মিললে আগামী মার্চে পাকিস্তান সফরে যেতে পারে জেসন হোল্ডারের দল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডবিøউআইসিবি) ক্রিকেট অপারেশনসের ম্যানেজার রোল্যান্ড হোল্ডার ইএসপিএন ক্রিকইনফোকে জানান, পাকিস্তানে দুটি টি-টোয়েন্টি খেলতে একটি প্রস্তাব ও নিরাপত্তা পরিকল্পনা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৮ ও ১৯ মার্চ লাহোরে হতে পারে টি-টোয়েন্টি ম্যাচ দুটি। পরে দুই দল ফ্লোরিডায় খেলবে আরও দুটি ম্যাচ।
২০০৯ সালে লাহোরে সফরকারী শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে জিম্বাবুয়ে ছাড়া আর কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফর করেনি। ২০১৫ সালে জিম্বাবুয়ের সফরে খেলা চলার সময়ে স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়। তবে তিন ম্যাচের সিরিজ শেষ করেই দেশে ফিরে অতিথিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্ডিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ