নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় টেস্টেও ভাগ্য তো অনুক‚লে আনতে পারলই না, উল্টো ইনিংস হারের মুখোমুখি শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩৯২ রানের জবাবে মাত্র ১১০ রানে অলআউট লঙ্কানরা। ইনিংস হার এড়াতে এখনো তাদের করতে হবে ২৮২ রান।
ডেন এলগারের পর কুন্টন ডি ককের গড়া ক্যারিয়ারের তৃতীয় শতকে ৩৯২ রানের শক্ত অবস্থান তৈরি করে দক্ষিণ আফ্রিকা। তবুও প্রটিয়াদের মাটিতে তাদেরই অলআউট করার কৃতিত্ব লঙ্কান বোলারদের দিতেই হয়। বিশেষ করে লাহিরু কুমারাকে। তার ক্যারিয়ার সেরা (৬/১২২) বোলিংয়ের পাশাপাশি দু’টি উইকেট নেন সুরাঙ্গা লাকমল ও রঙ্গনা হেরাথ। ৩৫৫টি উইকেট নিয়ে চামিন্দাভাসকে ছাড়িয়ে টেস্টে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এখন হেরাথ। ১২৪ বলে ১১ চারে ১০১ রান আসে ডি ককের ব্যাট থেকে। মাত্র ২৩ ইনিংসে হাজার রান পূর্ণ করেন তিনি।
পরে বল হাতে লঙ্কান ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেননি স্বাগতিক পেসাররা। চারটি করে উইকেট নেন কাসিগো রাবাদা ও ভারনন ফিল্যান্ডার। হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ফিল্যান্ডার। দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম বলে উকেট পেলেই তা পূর্ণ হবে। বাকি দু’টি নেন কিশাভ মহারাজ। দলীয় ৩১ রানে কুসল সিলভাকে বোল্ড করে শুরুটা করেন রাবাদা। ১১০ রানে নুয়ান প্রদিপকে ফিরিয়ে শেষে যতিচিহ্ন বসিয়ে দেন ফিল্যান্ডার। সর্বোচ্চ ২৬ রানে অপরাজিত ছিলেন ছয় নম্বর ব্যাটসম্যান উপল থারাঙ্গা। শেষ ৮ উইকেট যায় ৫৪ রানে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।