প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : আরটিভির জনপ্রিয় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এক ঘণ্টার নাটক ‘অনাকাক্সিক্ষত সত্য’ এবার বৃহস্পতিবারের পরিবর্তে মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে। শ্রাবণী ফেরদৌসের রচনা এবং ডিএ তায়েব এর পরিচালনা ও শুভ্র খানের পর্ব পরিচালনায় ‘অনাকাক্সিক্ষত সত্য’ ধারাবাহিকে এবারের গল্প ‘পট পরিবর্তন’। অভিনয়ে : সুজাত শিমুল, নমিরা আহমেদ, মারজুক রাসেল প্রমুখ। নাটকে দেখা যাবে সুজাত পছন্দ করে বিয়ে করে নমিরাকে। নমিরা সুজাতের সুখের সংসার। হঠাৎ নমিরার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মারজুক রাসেল। নমিরা কিছুতেই তা করবে না। কারণ নমিরা যে নিষিদ্ধ পল্লী থেকে আসা একটি মেয়ে। যা গোপন করে বিয়ে করেছে সুজাতকে। আর নিষিদ্ধ পল্লীর মারজুক নিয়িমত খদ্ধের। মারজুক নানাভাবে নমিরাকে বøাকমেইলের চেষ্টা করে। নমিরা কী করবে বুঝতে পারে না। সে কি সুজাতকে জানাবে নাকি মারজুককে বুঝানোর চেষ্টা করবে। এই অবস্থায় ভিন্ন পথে যুক্ত হয় মারজুক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।