Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেনিম এক্সপো মঙ্গলবার

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : আগামী ৮ নভেম্বর মঙ্গলবার ঢাকায় ডেনিম এক্সপো অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এটি অনুষ্ঠিত হবে। এবারের প্রদর্শনীতে দুটি সেমিনারের পাশাপাশি তিনটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও একটি প্রযুক্তিগত কর্মশালাও থাকছে। বাংলাদেশ ডেনিম এক্সপো আগামী ৮ নভেম্বর ১১টায় উদ্বোধন করা হবে এবং শুধু আমন্ত্রিত দর্শনার্থীদের জন্য উভয় দিনই বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী উন্মুক্ত রাখা হবে। সারা বিশ্ব থেকে প্রায় পাঁচ হাজার ডেনিম বিশেষজ্ঞ ও দর্শনার্থী দুই দিনব্যাপী এই প্রদর্শনীতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। যাদের মধ্যে রয়েছে-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, তুরস্ক, স্পেন, বেলজিয়াম, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম এবং চীন থেকে ডেনিম পণ্যের ক্রেতা, ব্র্যান্ড প্রতিনিধি, সিইও, সোর্সিং ম্যানেজার, ডেনিম পণ্য নির্মাতা, ব্যবসায়ী ও বিভিন্ন ডেনিম প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা। মোট ১৫টি দেশের ৫৫ জন প্রদর্শক বাংলাদেশ ডেনিম এক্সপোর পঞ্চম প্রদর্শনীতে অংশগ্রহণ করতে যাচ্ছে। এসব প্রদর্শক এই মেলার মাধ্যমে তাদের পণ্যের সহজলভ্যতা ও গুণগতমান বিশ্বের কাছে তুলে ধরবেন। তাছাড়া প্রদর্শনীতে আরও থাকছে কিছু উল্লেখযোগ্য লাইভ আয়োজন। যেমন প্রাকৃতিক নীল প্রক্রিয়াজাতকরণ, হস্ত-তাঁত মেশিনের সাহায্যে সেলভেজ ডেনিম ও হ্যান্ড স্ক্র্যাপিংয়ের প্রদর্শনী। বাংলাদেশ ডেনিম এক্সপোর এবারের সংস্করণের থিম হচ্ছে ‘প্রাকৃতিক ডেনিম’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেনিম এক্সপো মঙ্গলবার

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ