Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লন্ডনে নওয়াজের ওপেন হার্ট সার্জারি মঙ্গলবার

টুইটার বার্তায় মোদির শুভকামনা

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওপেন হার্ট সার্জারি করা হবে আগামী মঙ্গলবার। স্বাস্থ্য পরীক্ষার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, চিকিৎসকরা পাক প্রধানমন্ত্রীকে ওপেন হার্ট সার্জারির পরামর্শ দিয়েছেন। অস্ত্রোপচারের পর নওয়াজকে এক সপ্তাহ হাসপাতালে কাটাতে হবে বলেও জানান তিনি। এক সপ্তাহ পরে চিকিৎসকের অনুমতিক্রমে তিনি চলাফেরা করতে পারবেন বলে জানানো হয়েছে। নওয়াজের মেয়ে মরিয়ম এক টুইট বার্তায় অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দেশবাসীর কাছে নওয়াজের জন্য দোয়া কামনা করেন। এদিকে, নওয়াজের জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। এ ছাড়া, পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দও নওয়াজের জন্য দোয়া করেছেন। পাক মন্ত্রী খাওয়াজা আসিফ আরো জানান, চিকিৎসকদের পরামর্শেই ওপেন হার্ট সার্জারিতে রাজি হয়েছেন ৬৬ বছরের নওয়াজ শরিফ। তবে কোন হাসপাতালে তার অস্ত্রোপচার হচ্ছে সে বিষয়ে কিছু জানাননি পাক প্রতিরক্ষামন্ত্রী। অপর খবরে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপেন হার্ট সার্জারির আগে তার প্রতি শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী মঙ্গলবার যুক্তরাজ্যের এক হাসপাতালে পাক প্রধানমন্ত্রীর ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী মোদি এক টুইটার বার্তায় বলেছেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রতি শুভকামনা জানাচ্ছি। আশা করছি মঙ্গলবার তার দেহে যে অস্ত্রোপচারের কথা রয়েছে তা সফল হবে এবং তিনি দ্রুত সেরে ওঠবেন। গত শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ প্রধানমন্ত্রী নওয়াজের ওপেন হার্ট সার্জারির কথা জানান। এর মাত্র কয়েক ঘণ্টা পরেই পাক প্রধানমন্ত্রীর জন্য নিজের টুইটারে এই শুভ বার্তাটি পোস্ট করলেন মোদি। ডন, বিবিসি, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লন্ডনে নওয়াজের ওপেন হার্ট সার্জারি মঙ্গলবার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ