Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিনি চাইনিজে অসামাজিক কার্যক্রম! ফয়’স লেক এলাকায় ৪৫ জন আটক

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ফয়’স লেক এলাকায় আবাসিক হোটেল ও মিনি চাইনিজের আলো-আঁধারিতে চলছে অসামাজিক কার্যক্রম। গতকাল (সোমবার) সেখানে আকস্মিক অভিযান চালিয়ে ৪৫ যুবক-যুবতীকে আটক করে ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে রয়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ চাকরিজীবী এবং ব্যবসায়িও। সাজা দেয়া হয়েছে ৭ জনকে।
দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ও সাবরীনা রহমান এ অভিযান পরিচালনা করেন। তাদের সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নবম এপিবিএন এবং আনসার-ব্যাটালিয়নের সদস্যরা। ফয়’স লেক সংলগ্ন সড়কে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যক্রম চলছে নিয়মিত এমন খবর পেয়ে সেখানে অভিযানে যায় ভ্রাম্যমান আদালত। আদালত দেখতে পায়, মোটেল সিক্স সোনালী (আবাসিক), মোটেল ফাইভ লেকসিটি, লেক ভিউ রিসোর্ট, রিয়েল পার্ক, হিল ভিউ রিসোর্টসহ প্রায় ৫০টি মিনি চাইনিজে মাদকের ও দেহ ব্যবসার আসর বসে। প্রতিকক্ষে জোড়ায় জোড়ায় যুবক-যুবতীর সন্ধান পায় অভিযানকারী দল। সেখান থেকে বিভিন্ন বয়সের ৪৫ জন ছেলে মেয়েকে আটক করা হয়। আদালত পরিচালনাকারী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সেখানে বেড়াতে আসা ছেলে মেয়েদের হোটেলের বয়রা তাদের হোটেলে ডেকে নিয়ে আসে। তাদের ‘এখানে নিরাপদ’ বলে, বিভিন্ন দামে হোটেলের রুম ভাড়া েেদয়। ঘণ্টা হিসেবে আদায় করা হয় হোটেল ভাড়া। হোটেলের রুম ও মিনি চাইনিজের রুমগুলো অন্ধকার ও কালো গøাসে ঢাকা। এখানে মাদক ও অসামাজিক কার্যক্রমের আস্তানা। জানা যায় এসবের অধিকাংশের মালিক কনকর্ড গ্রæপ।
ইয়াবা সেবনের দায়ে মাদক নিয়ন্ত্রণ আইন ১৯৯০ অনুসারে লেকভিউ রিসোর্টের মো. করিমকে ৩ মাসের কারাদÐ ও কয়েকটি হোটেলের ম্যানেজার ও হোটেল বয়সহ ৬ জনকে অশ্লীল কার্যকলাপে সহযোগিতা করার দায়ে দÐবিধি ১৮৬০ অনুসারে ১০ দিনের কারাদÐ দেয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিনি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ