বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান পিনু মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। গতকাল সোমবার গভীর রাতে শহরের মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে। গৃহকর্তা মনিরুজ্জামান পিনু মিয়া জানান, বাড়ির রান্না ঘরের জানালার গ্রিল কেটে মুখোশধারী ৮/১০ জন সশন্ত্র একদল ডাকাত ঘরে ঢোকে। তারা অস্ত্রের মুখ বাড়ির সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে আলমারী ভেঙ্গে নগদ এক লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট নেয়। এসময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে মসজিদের মাইকে ডাকাতির কথা প্রচার করলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।