Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাষ্ট্রায়ত্ত দু’টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে নতুন এমডি

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : রাষ্ট্রীয় মালিকানাধীন দু’টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে গত রোববার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তীকে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ও অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হককে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি নিয়োগ করা হয়েছে। এ দুজনের নিয়োগ কার্যকর শুরু হয়েছে ১ জানুয়ারি থেকেই। অন্য দিকে অগ্রণী ব্যাংকের আরেক উপ-ব্যবস্থাপনা পরিচালকই আ ন ম মাসরুল হুদা সিরাজিকে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি নিয়োগ দেয়া হয়েছে। তার নিয়োগ কার্যকর হবে আগামী ১৬ জানুয়ারি থেকে। এর আগ পর্যন্ত তিনি অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকই থাকবেন। পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত তারা এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক

৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ