পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলে নৈশ ক্লাবের হামলার ঘটনায় আইএসের দায় স্বীকারের খবর দিয়েছে জিহাদি কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স।
সাইট ইন্টেলিজেন্সও দাবি করেছে, হামলায় আইএস তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। একইসঙ্গে আইএসের বিবৃতির সূত্রে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আইএসের দায় স্বীকারের খবর প্রকাশ করেছে। সাইট টুইটার অ্যাকাউন্ট এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত পোস্ট দিয়েছে। বিবিসির দাবি অনুযায়ী আইএসের দেয়া এক বিবৃতি তাদের হাতে এসেছে। বিবৃতিতে আইএস জানিয়েছে, তাদের ‘একজন বীর সৈনিক’ ওই হামলা চালিয়েছেন। তুরস্ক মুসলমানদের রক্ত ঝরাচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে ওই বিবৃতিতে।
ইস্তাম্বুলের রেইনা নৈশ ক্লাবে শনিবার রাত ১টার পরপর এ হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় গত শনিবার রাত সোয়া ১টার দিকে এই হামলা হয়। দূরপাল্লার আগ্নেয়াস্ত্র নিয়ে একজন সন্ত্রাসী নির্মমভাবে নববর্ষ উদযাপনরত নিরীহ লোকজনের ওপর গুলি চালায়।
সম্প্রতি তুরস্কে ধারাবাহিক জঙ্গি হামলাগুলোর সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বিবিসি বলছে, গত বছরের অন্তত ২টি হামলায় তাদের সংশ্লিষ্টতা ছিল। তুরস্কের ইস্তাম্বুলে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করে খোঁজা হচ্ছে বর্ষবরণের দিনে নৈশ ক্লাবে হামলা চালানো সন্দেহভাজন বন্দুকধারীকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং দ্য গার্ডিয়ানের খবর থেকে এ কথা জানা গেছে।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, প্রথমে হামলাকারী নিহত হয়েছে বলে ধারণা করা হলেও পরে নিরাপত্তা সূত্র দাবি করে, ওই হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলায়মান সয়লু গত রোববার জানিয়েছিলেন, হামলাকারীদের খোঁজে অভিযান শুরু হয়েছে। আশা করি শিগগির হামলাকারী ধরা পড়বে। তবে বিবিসির গতকালের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহতদের প্রথম ধাপের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরও সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা যায়নি।
গার্ডিয়ান তাদের গতকালের প্রতিবেদনে জানিয়েছে, প্রাথমিকভাবে বলা হয়েছিল যে, হামলাকারী নিহত হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সোলায়মান সয়লুকে উদ্ধৃত করে সর্বশেষ প্রতিবেদনে গার্ডিয়ান জানিয়েছে, শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলায়মান সয়লু রোববার জানিয়েছিলেন, হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৯ জন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় গত শনিবার রাত সোয়া ১টার দিকে এই হামলা হয়। দূরপাল্লার আগ্নেয়াস্ত্র নিয়ে একজন সন্ত্রাসী নির্মমভাবে নববর্ষ উদযাপনরত নিরীহ লোকজনের ওপর গুলি চালায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট বলছে, তুরস্কের সম্প্রচার মাধ্যমে এ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রচার করা হয়েছে। ওই ফুটেজে সান্তা ক্লজের পোশাক পরা এক ব্যক্তিকে দেখা গেছে।
এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তুর্ক বলছে, হামলাকারী সান্তা ক্লজের পোশাকে ছিল। ইস্তাম্বুুলের গভর্নর ভ্যাসিপ শাহিন নৈশ ক্লাবে গুলির এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। গভর্নর বলছেন, এক ব্যক্তি এই হামলা চালিয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ একাধিক হামলাকারী ছিল বলে দাবি করেছেন। সূত্র : ওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।