Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বছরের প্রথম দিনে পুঁজিবাজারে শুভ সূচনা

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : নতুন বছরে নতুন প্রত্যাশা নিয়ে শুভ সূচনা করেছে দেশের পুঁজিবাজার। ২০১৭ সালের প্রথম কার্যদিবস রোববার ইতিবাচক ধারায় লেনদেন শুরু করেছে দেশের পুঁজিবাজার। সরকারের ইতিবাচক মনোভাব ও স্টেকহোল্ডারদের নানামুখী তৎপরতার কারণে আস্থায় ফিরেছে পুঁজিবাজার। ব্যাংক সুদের নিম্নমুখী হার, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি শেয়ার অফলোডের খবর সব মিলিয়ে বাজার স্বাভাবিক ধারায় ফিরেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বিনিয়োগকারীদের শেয়ারবাজার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে ২৮ জেলায় উন্নয়নমেলা করার পরিকল্পনা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া আগামী ৮ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির নবনির্মিত নিজস্ব ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। তবে গতকাল উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ দশমিক ৮৪ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৮৮ দশমিক ০৬ পয়েন্ট বেড়েছে। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৫৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৪৪ কোটি ৭৭ লাখ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৯৩ কোটি ৬৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৭০ কোটি ৫৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭৬ কোটি ৮৯ লাখ টাকা। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০০ পয়েন্টে এবং ১০ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়ে ১ হাজার ৮২১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৩টির, কমেছে ৬০টির এবং কোনো পরিবর্তন হয়নি ২৩টি কোম্পানির শেয়ারদর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ইফাদ অটোমোবাইল, ন্যাশনাল ব্যাংক, আরএসআরএম স্টিল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, সিঙ্গার বিডি, জিএসপি ফাইন্যান্স, নাভানা সিএনজি, কেয়া কসমেটিকস, ইউনিক হোটেল এবং অ্যাপোলো ইস্পাত।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৬২ কোটি ১১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনদেন কমেছে ১২ কোটি ৮ লাখ টাকার বেশি। সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৮৮ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৫৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৫৮ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬৩৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬২ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৪৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৬টির, কমেছে ৪৫টির এবং কোনো পরিবর্তন হয়নি ৯টি কোম্পানির শেয়ারদর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ আরএসআরএম স্টিল, ন্যাশনাল ব্যাংক, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিকস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিক হোটেল, জেনারেশন নেক্সট, স্কয়ার ফার্মা, হোল্ডেন হার্ভেস্ট এবং বেক্সিমকো লিমিটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বছরের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ