Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনআরবিসি’র পর্যবেক্ষক মাসুদ বিশ্বাস

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মাসুদ বিশ্বাসকে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার তাকে চতুর্থ প্রজন্মের এই ব্যাংকটির পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ ব্যাংকটির চেয়ারম্যান ও কোম্পানি সচিবকে চিঠি দিয়ে পর্যবেক্ষক নিয়োগের কথা জানায়। ব্যাংক- কোম্পানি আইনের ৪৯ ধারা অনুসারে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, বিভিন্ন অনিয়মের দায়ে ব্যাংকটির কয়েকজন পরিচালককে অব্যাহতি দেয় ব্যাংক কর্তৃপক্ষ। বহিস্কৃত পরিচালকরা ব্যাংকটির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদীতভাবে নানা অপপ্রচার চালিয়ে আসছে। এটা ঝুঁকি তৈরি করছে আর্থিক খাতের জন্য। কারণ, তাদের অপতৎপরতার কারণে যদি ব্যাংকটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এর নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। তাই কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ চাইছে, সকল অপতৎপরতা থেকে ব্যাংকটিকে রক্ষা করে আর্থিক খাতে স্থিতিশীলতা ধরে রাখতে। এজন্যই বাংলাদেশ ব্যাংকের অভিজ্ঞ কর্মকর্তা মাসুদ বিশ্বাসকে ব্যাংকটির দায়িত্ব দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগের পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান প্রকৌশলী ফরাছত আলী বলেন, অব্যাহতিপ্রাপ্ত পরিচালকদের বিরুদ্ধে ব্যাংক যে ব্যবস্থা নিয়েছে তা যে সঠিক ছিল, পর্যবেক্ষক নিয়োগের ফলে তা প্রমাণিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ