Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলসাগরে আজ থেকে যুক্ত হচ্ছে নতুন ১৩ কোচ

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : ঢাকা থেকে দেশের উত্তর জনপদ নীলফামারী জেলার সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন চিলাহাটিতে চলাচলরত নীলসাগর এক্সপ্রেস ট্রেনে আজ রবিবার থেকে যুক্ত হচ্ছে নতুন ১৩টি কোচ।
ইন্দোনেশিয়ায় নির্মিত লাল সবুজ রংয়ের ১৩টি কোচ-এর মধ্যে একটি এসিবার্থ, একটি চেয়ার কোচ, একটি প্রথম শ্রেণি, একটি স্নিগ্ধা, একটি পাওয়ার কারসহ আটটি শোভন শ্রেণি নিয়ে ট্রেনটি চলাচল করবে। ট্রেনটি প্রতিদিন ঢাকা থেকে সকাল সাড়ে ৮টায় ছেড়ে সন্ধ্যা সোয়া ৬টায় নীলফামারীর চিলাহাটি পৌঁছায়। আবার চিলাহাটী স্টেশন থেকে রাত ৯.৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটিতে বর্তমানে একটি প্রথম শ্রেণি কোচ, একটি এসিবার্থ, একটি এসি চেয়ারকোচসহ সাতটি শোভন কোচ নিয়ে ঢাকা- চিলাহাটি চলাচল করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ