Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাতের নীলসাগর যখন সকালে

নজির হোসেন নজু, সৈয়দপুর (নীলফামারী) থেকে | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৯, ১২:০৬ এএম

শিডিউল বিপর্যয়ের ষোলকলা পূর্ণ
নীলফামারীর সৈয়দপুরে আন্তঃনগর ট্রেনের সিডিউলে মারাত্মক বিপর্যয় ঘটছে। রাত ১০টার ট্রেন পরদিন সকালে এবং সকালের ট্রেন রাতে চলাচল করছে। ঈদুল ফিতরের পর থেকে এ অবস্থা বিরাজ করছে। বিশেষ করে এ রেলপথে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আর সবচেয়ে বেশি সিডিউল বিপর্যয়ে পড়েছে চিলাহাটি-ঢাকা রেলপথে চলাচলকারী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি। এ ট্রেনটি প্রায় ১২ ঘণ্টা বিলম্বে সাপ্তাহিক যাত্রা বিরতির দিন গতকাল রোববার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। অথচ ট্রেনটি গত শনিবার রাত ১০ টা ২৭ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কথা। এমন সিডিউল বিপর্যয়ে বর্তমানে দিনের ট্রেন রাতে, সন্ধ্যার ট্রেন ভোর বেলা এবং রাতের ট্রেন পরদিন সকাল বেলায় যাতায়াত করছে।
সৈয়দপুর স্টেশন সূত্রে জানা গেছে, চিলাহাটি-ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি গত শনিবার ঢাকা থেকে ছেড়ে বিকেল সাড়ে ৪টায় সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা। কিন্তু ওই আন্তঃনগর ট্রেনটি যথাসময়ে তো সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পৌঁছতে পারেনি। উপরন্তু প্রায় ১২ ঘণ্টার বিলম্বে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গতকাল রবিবার ভোর ৪টা ৫০ মিনিটে। আর গন্তব্য চিলাহাটি থেকে ফিরে ওই দিন অর্থাৎ গতকাল রোববার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর থেকে ছেড়ে গেছে। যদিও রোববার ওই ট্রেনটির সাপ্তাহিক যাত্রা বিরতি থাকার কথা। আর ঢাকা থেকে আজ সোমবার ট্রেনটির যাত্রা বিরতির নির্ধারিত দিন।

ফলে ঢাকাগামী যাত্রীরা সৈয়দপুর স্টেশনে গত শনিবার রাত ১০টার পর থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত ট্রেনের জন্য অপেক্ষায় বসে থাকেন। সৈয়দপুর শহরের যাত্রীরা ট্রেনের বিলম্বের খবর জানতে পেরে নিজ নিজ বাসা-বাড়িতে চলে যান। তবে দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অথবা শহরের আবাসিক হোটেলে অবস্থান নিয়ে রাত্রীযাপন করতে বাধ্য হন।

গতকাল সৈয়দপুর রেলওয়ে স্টেশনে কথা হয় সৈয়দপুর সাতপাই স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মো. ওয়াহেদ আলীর সঙ্গে। তিনি বলেন, ছুটি শেষে মেয়েকে ঢাকায় পাঠানো জন্য স্টেশনের টিকিট কালোবাজারির কাছ থেকে প্রায় দ্বিগুণ মূল্যে টিকিট কেনেন। শনিবার মেয়েকে আন্তঃনগর নীলসাগর ট্রেনে তুলে দিতে রাতে যথাসময়ে সৈয়দপুর স্টেশনে পৌঁছেন। কিন্তু স্টেশনে এসে জানতে পারেন ট্রেন বিলম্ব হবে। অবশেষে খোঁজখবর নেয়ার পর মেয়েকে নিয়ে রাতে পুনরায় বাড়িতে ফিরে যান। তিনি আরো জানান, বাড়িতে গিয়ে মেয়ে ঘুমালেও তিনি জেগে ছিলেন। কারণ স্টেশন থেকে বলা হয়েছিল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে নীলসাগর ট্রেনটি সৈয়দপুর স্টেশনে আসবে। তাই টেনশনে আর ঘুমায়নি। সকাল সাড়ে ৫টায় মেয়েকে নিয়ে আবারও স্টেশনে আসি। একই ভাবে চিলাহাটি থেকে খুলনা ও রাজশাহীগামী আন্তঃনগর রূপসা, সীমান্ত, বরেন্দ্র, তিতুমীর ট্রেনগুলোও প্রায় ৫/৬ ঘণ্টা বিলম্বে চলাচল করছে।

সৈয়দপুর স্টেশন মাস্টার শওকত আলী জানান, শনিবার রাত ১০টা ২৭ মিনিটে সৈয়দপুর স্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য নির্ধারিত সময় ছিল। কিন্তু ট্রেনটি প্রায় ১২ ঘণ্টা বিলম্বে রোববার সকাল ৮টা ৪০ মিনিটে সৈয়দপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ নিয়ে কথা হলে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় চীফ সিগন্যাল এন্ড টেলিকম ইঞ্জিনিয়ার অসীম কুমার তালুকদার বলেন, ঢাকা-চিলাহাটি রেলপথের বেশকিছু স্টেশন বন্ধ রয়েছে। ফলে যথাসময়ে ক্রসিং করনো সম্ভব হচ্ছে না। অনেক স্টেশনে দীর্ঘ সময় যাত্রা বিরতি দিয়ে দুটি ট্রেনের ক্রসিং করতে হচ্ছে। ফলে ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটছে। তাছাড়া ঢাকা-চিলাহাটি রেলপথে আন্তঃনগর ট্রেন আরো একটি থাকলে হয়তো এ সমস্যা হতো না বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাতের নীলসাগর যখন সকালে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ