Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সমাবেশে ১৪৪ ধারা জারি জনরোষে পড়ে তাহেরপুর পৌরসভা থেকে এমপি এনামুল হকের পলায়ন!

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বাগমারা উপজেলা সংবাদদাতা: রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় ১৪৪ ধারা জারি করে প্রতিবাদ সমাবেশ জনরোষে পড়ে ভÐুল হয়ে যায়। জানা যায়, উপজেলার তাহেরপুর পৌরসভায় বাগমারার এমপি ইঞ্জি: এনামুল হকের লাগমহীন লুটপাট, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ার প্রতিবাদে শুক্রবার তাহেরপুর হরিতলা মোড়ে একটি সমাবেশের মাধ্যমে এমপি এনামুল হককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তারই প্রতিবাদে গতকাল তাহেরপুরে এমপি এনামুল হকের এক প্রতিবাদ কর্মসূচি ১৪৪ ধারা জারি করেও জনরোষে পড়ে অবশেষে স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। সকাল থেকেই তাহেরপুর পৌরসভায় এমপি এনামুল হকের বিরুদ্ধে তাহেরপুর পৌর আওয়ামী লীগ, যুগলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা এমপির বিরুদ্ধে বিভিন্ন রকম শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে রাজশাহী ও নাটোর থেকে আর্মড ফোর্স নিয়ে এসে তাহেরপুরে ১৪৪ ধারা জারি করেন। এ সময় দোকানপাট বন্ধ হয়ে যায়, জনমনে দেখা দেয় আতঙ্ক। বেলা ১১টায় এমপি তাহেরপুর হরিতলায় এসে পুলিশ বেষ্টনির মাধ্যমে প্রতিবাদ সভা শুরু করেন। এ সময় এমপির বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলগুলো পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে তাহেরপুর পুরো এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। মুহূর্তের মধ্যে জনশূন্য হয়ে পড়ে এলাকাটি। দুইপক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরিস্থিতি উত্তেজনাকর হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিবাদ সভা সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ জানায়। প্রতিবাদ সমাবেশ চলাকালীন সময়ে গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বাড়ি হতে আসার পথে হরিতলা মোড়ে এমপির লোকজন তাকে ঘেরাও করে। এখবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই আলমগীরকে উদ্ধারের জন্য তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। পরে পুলিশি বাধার মুখে মিছিলটি তাহেরপুর স্কুল সংলগ্ন রাস্তায় অবস্থান নেয়। পরে পুলিশের হস্তক্ষেপে আলমগীর হোসেন উদ্ধার হয়। এ সময় আলমগীর হোসেনকে এমপির ক্যাডার বাহিনীর লোকজনেরা মারধর করে তার ডান হাতের আঙ্গুল ভেঙে দেয়। বেলা ১টা পর্যন্ত তাহেরপুর পৌর এলাকায় চরম উত্তেজনা ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে দিনভর তাহেরপুর পৌর এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান দেয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধে লোকজন যে যার কর্মক্ষেত্রে ফিরে আসে। এ ব্যাপারে তাহেরপুর পৌর মেয়র ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জনবিচ্ছিন্ন লুটেরা এমপি এনামুল হক ১৪৪ ধারা জারি করেও অবশেষে জনরোষে পড়ে পলায়ন করতে বাধ্য হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবেশে

২২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ