Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবসরে ইভানোভিচ

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চোটের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন সাবেক এক নম্বর টেনিস তারকা আনা ইভানোভিচ। ২৯ বছর বয়সেই টেনিসকে বিদায় দিয়ে দিলেন ফ্রেঞ্চ ওপেন জয়ী এই সার্বিয়ান। আগস্টের পর থেকেই কোর্টের বাইরে রয়েছেন। যার প্রভাবটা পরে র‌্যাংকিংয়েও। ৬৩ নম্বরে চলে যান সাবেক এক নম্বর। চোটের জ্বালা যে তাকে আগে থেকেই ভোগাচ্ছিল সেটি স্বীকার করেছেন নিজের মুখেই, ‘আমি আমার সেরা দেয়ার মতো অবস্থায় থাকলেই খেলতে পারব। কিন্তু দুর্ভাগ্য যে তেমন কিছুই পারছি না। তাই এখন সেভাবেই ভেবে চিন্তে এগিয়ে যেতে হবে। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তটা সহজ ছিল না।’ অবসরের ঘোষণা দিলেও অতীত সাফল্য থেকে প্রেরণা খুঁজে নিচ্ছেন ২০০৮ সালে ১২ সপ্তাহ এক নম্বরে থাকা আনা, ‘অবসরে গেলেও উদযাপন করার মতো অনেক কিছুই আমার ঝুলিতে আছে।’
ইভানোভিচ ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন ২০০৮ সালে। ক্যারিয়ারে সিঙ্গেলস শিরোপা জিতেছেন ১৫টি। এমনকি ২০১৫ সালে ফ্রেঞ্চ ওপেনের সেমিতেও পৌঁছান। এ ছাড়া এবছরই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা বাস্তিয়ান শোয়েনস্টাইগারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবসর

১৬ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ