Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নলছিটিতে বঙ্গবন্ধু ম্যারাথন দৌড়

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

ঝালকাঠির নলছিটিতে সেনাবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসনের সহায়তায় ৫ কিলোমিটার ডিজিটাল ম্যারাথন দৌড়ে দেড় হাজার মানুষ অংশ নেয়। এ প্রতিযোগিতায় অংশ নিতে আগেই অনলাইনে তারা রেজিস্ট্রেশন করেন।

নলছিটি চায়না মাঠ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে থানা সড়কের আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে আবার চায়না মাঠে এসে শেষ হয়। বেলুন উড়িয়ে দৌড়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, নবনির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর মো. শাহেদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, সহকারি কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন, নলছিটি থানার ওসি আলী আহমেদ প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু-ম্যারাথন-দৌড়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ