Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়াতে পারে দেড় লাখ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ১২:৪৬ পিএম

ভূমিকম্পের একমাসে তুরস্ক-সিরিয়ায় উদ্ধার হলো ৫৪ হাজারের বেশি মরদেহ। কর্তৃপক্ষের আশঙ্কা, সংখ্যাটি ছাড়াবে দেড় লাখ। খবর রয়টার্সের।

শুধু তুরস্কেই ৪৬ হাজার ছাড়িয়েছে মরদেহ উদ্ধারের সংখ্যা। তবে প্রকৃত সংখ্যা ধারণার তুলনায় অনেক বেশি এমন আশঙ্কা খোদ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের। কারণ, জোরালো ভূমিকম্পে ভেঙে পড়া ধ্বংসস্তূপ সরালেই বেরিয়ে আসছে মরদেহ। ঝুঁকিতে সোয়া দুই লাখের মতো ঘরবাড়ি-স্থাপনা। ক্ষয়ক্ষতি এড়াতে দুর্গত এলাকাগুলো থেকে সরানো হয়েছে ৩৫ লাখ বাসিন্দাকে।
এদিকে দুর্যোগে সিরিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে ৮ হাজার। স্বেচ্ছাসেবী সংস্থাগুলো বলছে, এখনো দুর্গতদের আশ্রয় এবং পয়ঃনিষ্কাশন সুবিধা পুরোপুরি দেয়া যায়নি। দ্রুতহারে ছড়াচ্ছে কলেরার মতো রোগ। গেলো ৬ ফেব্রুয়ারি, জোরালো দুটি ভূমিকম্পের পর অঞ্চলটিতে অনুভূত হয়েছে ১০ হাজারের বেশি আফটারশক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূমিকম্প

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
১২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ