Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিজের মাঝপথেই মিসবাহর অবসর!

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর থেকেই শুরু হয়েছে মিসবাহ উল হকের অবসর নিয়ে জল্পনা-কল্পনা। কিন্তু ২০১৬ সালে অনেকগুলো কঠিন সফর থাকায়, সে সিদ্ধান্ত থেকে সরে আসেন মিসবাহ। ইংল্যান্ড সফরে সফলও হয়েছেন, সিরিজটা ২-২ ব্যবধানে ড্র করেছে পাকিস্তান। এরপর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর। মিসবাহও চ‚ড়ান্ত সিদ্ধান্তটা অস্ট্রেলিয়া সফরের পরেই নেবেন বলেছিলেন। পিসিবি প্রধান শাহরিয়ার খান অবশ্য এতেও সায় দিচ্ছিলেন না। মিসবাহকে অন্তত আরও এক বছর থেকে যেতে বলেছিলেন। কোচ মিকি আর্থারও বলেছিলেন, মিসবাহ ও ইউনিসের বিকল্প এখনই তৈরি হয়নি। নিজেও অবসরের ভাবনা এখনই মাথায় আনতে নারাজ ছিলেন পাকিস্তানের সফলতম এই অধিনায়ক। তবে হঠাৎই সেই ভাবনা পেয়ে বসেছে মিসবাহকে। ইঙ্গিতটা এমনই যে বছরের প্রথম টেস্টের জন্য নতুন অধিনায়ক খুঁজতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। সিরিজের শেষ টেস্ট নাও খেলতে পারেন এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন মিসবাহ নিজে। দল নাটকীয়ভাবে মেলবোর্ন টেস্টে হেরে যাওয়ার পর সরে যাওয়ার কথা বলছেন পাকিস্তান অধিনায়ক। ব্যাটসম্যান হিসেবে নাকি সঠিক চিন্তা করতে পারছেন না মিসবাহ, ‘আমার সঙ্গে এটাই হচ্ছে। এমন শট খেলেছি যা দরকার ছিল না, ভুল সময়ে ভুল শট খেলছি। যখন রান পাবেন না তখন সঠিক সিদ্ধান্ত নেয়াটা কঠিন।’
অস্ট্রেলিয়ায় সময়টা ভালো যাচ্ছে না মিসবাহর। ২ টেস্টের ৪ ইনিংসে মাত্র ২০ রান করেছেন। দলও হেরেছে দুই ম্যাচে। সিডনি টেস্টের আগেই সিরিজ খুইয়ে বসেছে পাকিস্তান। নিজের এমন ব্যাটিং ব্যর্থতাই কঠিন সিদ্ধান্ত নিতে বলছে মিসবাহকে। ৩ জানুয়ারির সিডনি টেস্টের আগেই তাই বিদায় বলে দিতেন পারেন পাকিস্তান অধিনায়ক, ‘আমাকে এ নিয়ে ভাবতে হবে। আমি সব সময় বিশ্বাস করি, দলে অবদান না রাখতে পারলে এভাবে পড়ে থাকার কোনো দরকার নেই। এমন এক অবস্থায় এসেছি, আমাকে এটা নিয়ে ভাবতে হচ্ছে। পরের ম্যাচের (সিডনি টেস্ট) আগেই। আবার সিরিজ শেষ হলে কী হবে সেটা নিয়েও। আগামী দুই দিন আমি এ নিয়ে ভাবব, তারপর সিদ্ধান্ত নেব। কিছু না করে দলে পড়ে থাকার কোনো মানে হয় না। সিডনির ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিইনি, দেখা যাক।’
মিসবাহ অবশ্য চ‚ড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলছেন মনে হচ্ছে তার কথায়, ‘অনেক দিন ধরে অবসর নিয়ে ভাবছি। যখন দুবাইয়ে ইংল্যান্ডের সঙ্গে খেলছি, তখন থেকে। ভেবেছিলাম ভারতের সঙ্গে টেস্ট হবে, সেটা খেলব। এরপর অবসর নেব। কিন্তু কঠিন কিছু সিরিজ থাকায় থেকে ভাবলাম এটা সঠিক সময় না। এখন আমাকে ভাবতে হবে আবার।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবসর

১৬ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ