Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে সংঘর্ষে আরও একজন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ১২:২৬ পিএম

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতের ‘সালানা জলসা’কে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম জাহিদ হাসান (২২)।

পঞ্চগড় জেলার পুলিশ সুপার (এসপি) এস এম সিরাজুল হুদা দুজন মারা যাওয়ার বিষয়টি রাতে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
নিহত জাহিদ আহমদিয়া সম্প্রদায়ের বলে জানা গেছে। তার বাড়ি নাটোরের বনপাড়া এলাকায়। বিক্ষোভকারীরা তাকে করতোয়া নদীর ধারে নিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসার আহ্বায়ক আহমদ তবশের চৌধুরী।
এর আগে দুপুরের দিকে সংঘর্ষ চলাকালে আরিফুর রহমান (২৮) নামের এক তরুণ নিহত হন। তার মাথায় গুলি লেগেছিল। সংঘর্ষ চলাকালে পুলিশের ৯ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে পঞ্চগড় শহরে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। রাত পৌনে ৮টার দিকে বিক্ষোভ পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীদের হামলায় বিদ্যুতের ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের বেশির ভাগ জায়গায় রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। রাত ১০টার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
এদিকে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা অনিবার্য কারণবশত বন্ধ করা হয়েছে বলে শহরে মাইকিং করছে জেলা ও পুলিশ প্রশাসন। মাইকিংয়ে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করা হয়। পরে তারা বাড়িঘরে ফিরে যায়।
রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধ। রাস্তাঘাট ফাঁকা। তবে পঞ্চগড়-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন সড়কে যানবাহন চলছে। আতঙ্কিত হয়ে বাড়িঘরে ফিরেছেন সাধারণ মানুষ। বিভিন্ন সড়কে টহল দিচ্ছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পঞ্চগড়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ