Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেবীগঞ্জ পৌর নির্বাচনে বিদ্রোহীর কাছে নৌকার পরাজয়

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ৯:৪৭ পিএম

দেবীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) রেল ইঞ্জিন মার্কার আবু বকর সিদ্দীক (আবু) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ হাজার ৯৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী গিয়াসউদ্দিন চৌধুরী পেয়েছেন ২ হাজার ২৪৭ ভোট।

আজ সোমবার রাত ৯টায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

পরপর দু দফা ভোট পিছানোর পর আজ সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ৯টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে কর্তৃপক্ষ।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে ২ হাজার ৯৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে আবু বকর সিদ্দীক নির্বাচিত হয়েছেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পঞ্চগড়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ