Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধ হোক বেদেনীদের চাঁদাবাজি

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

উত্তরের জনপদে শিক্ষার আলো ছড়াচ্ছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই কলেজে আছে সুবিশাল ক্যাম্পাস। প্রতিষ্ঠান বন্ধের দিন বাদে সবসময় শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকে ক্যাম্পাস। কোথাও চলে বন্ধুবান্ধবসহ আড্ডা। আবার কোথাও চলে গোল হয়ে বসে চাকরি কিংবা বিসিএস পরীক্ষার প্রস্তুতি। তবে বেশ কিছুদিন হলো ক্যাম্পাসে দেখা দিয়েছে বেদেনীদের চাঁদাবাজি। তারা হঠাৎ করে এসেই ১০-২০ টাকা দাবি করে। টাকা দিতে না চাইলে বাক্স থেকে সাপ বের করে ধরিয়ে দিতে চায়। এমন পরিস্থিতিতে অনেকে ভয়ে টাকা দিয়ে দেয়। যারা আবার দিতে চায় না, তাদের সাথে খারাপ ব্যবহারও করতে দেখা যায় মাঝে মধ্যে। কারো কাছে খুচরা টাকা না থাকলে ভাংতি দেওয়ার কথা বলে টাকা নিয়ে পুরোটায় রেখে দেয়। ক্যাম্পাসের রাস্তা দিয়ে হাঁটতে গেলেই সামনে এসে উপস্থিত হয় ১০-১২ জন বেদেনীর দল। অনেকটা জোর করেই টাকা আদায় করে শিক্ষার্থীদের কাছ থেকে। সব মিলিয়ে শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতি পড়ে। কলেজ ক্যাম্পাসের দুইটি মূল ফটকসহ মোট তিনটি প্রবেশ পথ আছে। এই গেইটগুলো দিয়ে যদি বেদেনীদের ঢুকতে না দেওয়া হয় তাহলে ক্যাম্পাসে এমন অস্বস্থিকর পরিস্থিতির সৃষ্টি হবে না। অতিদ্রুত ক্যাম্পাসের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে এ ব্যাপারে কলেজ প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এমন প্রত্যাশা শিক্ষার্থীদের।

মেহেদী হাসান নাঈম
শিক্ষার্থী, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন