Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমিকম্প সম্পর্কে সতর্কতা

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

সাম্প্রতিক সময়ে ৭.৫ মাত্রার ভূমিকম্পে তুরস্ক সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৬ হাজার ঘরবাড়ি, রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের প্রাণহানি ৫০ হাজার ছাড়িয়ে গেছে। এখনো বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যা। এই ভূমিকম্প বাংলাদেশে সংঘটিত হলে বিশেষজ্ঞদের মতে ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হবে। রাজধানী ঢাকাসহ অন্যান্য বড় শহরের ক্ষতি হবে সবচেয়ে বেশি। ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ চালানো দূরহ হয়ে উঠতে পারে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে। বাংলাদেশের অবস্থানও ভূমিকম্পপ্রবণ ঝুঁকিপূর্ণ এলাকায়। গত ১০০ বছরে এখানে বড় ধরনের ভূমিকম্প হয়নি। এজন্য শংকাটা বেশি। যেহেতু এই দুর্যোগ আগে থেকে পূর্বাভাস দেওয়া যায় না, তাই ক্ষয়ক্ষতি এড়াতে সরকার ও সংশ্লিষ্ট সকলের এখন থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

খালেদ মাহমুদ রাজিব
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন