Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেডিসি ও এবতেদায়ি পরীক্ষায় কাগতিয়া মাদরাসার শতভাগ সাফল্য

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৬ সালের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও এবতেদায়ি সমাপনী পরীক্ষায় ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এমএ মাদরাসার শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। চলতি বছর জেডিসি পরীক্ষায় এ মাদরাসা থেকে সর্বমোট ৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তম্মধ্যে এক জন জিপিএ ৫.০০ (এ+), ৩৬ জন ‘এ’ ,১৯ জন ‘এ-’ ও ৪ জন ‘বি’ গ্রেডে পাস করেছে । পাসের হার ১০০%। এবতেদায়ি সমাপনী পরীক্ষায় ৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে তম্মধ্যে ৫ জন জিপিএ ৫.০০ (এ+), ৪২ জন ‘এ’ ,৫ জন ‘এ-’ ,৩ জন ‘বি’ ও ৪ জন ‘সি’ গ্রেডে গ্রেডে পাস করেছে । পাসের হার ১০০%। মাদ্রাসার এ ভালো ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা খুবই খুশি। এ ছাড়া মাদরাসার শিক্ষার মান ও লেখাপড়ার সুন্দর পরিবেশ অক্ষুন্ন রাখা ও শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত লেখাপড়ায় মনোনিবেশ সৃষ্টিতে মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদীর সার্বক্ষণিক পর্যবেক্ষণ, শিক্ষকমÐলীর নিয়মিত পাঠদান ও নিবিড় পরিচর্যা মাদরাসার ধারাবাহিক সাফল্যের নেপথ্যে প্রধান ভূমিকা রাখছে বলে শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিমত ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেডিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ