Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

শতভাগ পাস-ফেল বেশি জেডিসিতে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে; কমেছে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা। এবার ৫ হাজার ২৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। আর ৩৩টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি। প্রকাশিত ফলে দেখা যায়, গত বছর জেএসসি-জেডিসিতে ৪ হাজার ৭৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছিল। আর ৪৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিল। এই হিসেবে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪৭৪টি বেড়েছে। আর শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১০টি।

জেডিসিতে এবার সবচেয়ে বেশি শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মাদরাসা বোর্ডে। এই বোর্ডের এক হাজার ৮৪৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে ঢাকা বোর্ডের ৩২৭টি, রাজশাহীর ৮২০টি, কুমিল্লার ২৩৯টি, যশোর বোর্ডের ৪৯৬টি, চট্টগ্রাম বোর্ডের ১০২টি, বরিশালে ৭৮৩টি, সিলেটে ১৭৬টি, দিনাজপুরে ২৮৪টি, ময়মনসিংহ বোর্ডের ১৭৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। শতভাগ উত্তীর্ণে শীর্ষ অবস্থানে থাকার মতো শূণ্য পাসেরও শীর্ষে রয়েছে মাদরাসা বোর্ড। এই বোর্ডের ১৯টি, দিনাজপুর বোর্ডের ৯টি, ঢাকা ও রাজশাহী বোর্ডের দুটি করে এবং ময়মনসিংহ বোর্ডের একটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী জেএসসি-জেডিসিতে অংশ নিয়েও পাস করতে পারেনি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেডিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ