Inqilab Logo

রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সান্তাহারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

আমদীঘি উপজেলা সংবাদদাতা : বগুড়ার সান্তাহারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়। মেসার্স তানহা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় গতকাল (বুধবার) বেলা ১১টায় শহরের খাঁন প্লাজার দ্বিতীয় তলায় শহিদ আহসানুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ আসাদুল হক বেলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডাচ-বাংলা ব্যাংকের এভিপি রাজশাহী রিজিওনাল ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় পৌর মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টু, সাবেক মেয়র ফিরোজ মোঃ কামরুল হাসান, আ’লীগ নেতা হুমায়ন কবির বাদশা, তানহা এন্টারপ্রাইজের মালিক মালিক মোস্তাফিজুর রহমান মুকুলসহ আরোও গণ্যমান্য ব্যক্তিবগ্য বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে বলেন ডাচ-বাংলা এ এজেন্ট ব্যাংকিং শাখায় কোন খরচ ছাড়াই লেনদেন করা সম্ভব। বক্তব্য শেষে প্রধান অতিথি ফিতা কেটে এই শাখার উদ্বোধন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সান্তাহারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ