পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : আগামীকাল বুধবার সারাদেশে ‘একটি বাড়ি একটি খামার’ ও পল্লী সঞ্চয় ব্যাংকের একশ’ শাখা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই শাখাগুলো উদ্বোধন করবেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঁঙ্গা, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব প্রশান্ত কুমার রায় উপস্থিত খাকবেন।
আগামী ১ জুলাই থেকে এ ব্যাংকের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে জানিয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারমান মেহের কান্তি মজুমদার।
চেয়ারম্যান বলেন, বর্তমান এ ব্যাংকের কার্যক্রম চলবে ‘একটি বাড়ি একটি খামারে’র কর্মীদের দিয়ে। তাদের দিয়ে সব শাখা চলবে না। পরবর্তী সময়ে ব্যাংকের জন্য নতুন করে লোক নিয়োগ দেয়া হবে। তবে একটি বাড়ি একটি খামার কর্মীরা স্বপদে এ ব্যাংকের দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব প্রশান্ত কুমার রায় বলেন, দেশে থেকে দারিদ্র্য দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প চালু করেছেন, যা দিয়ে দেশের বেকার সমস্যা অনেকটা দূর হতে চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।