পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
সড়কের সংস্কার জরুরি
বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পহলানবাড়ি বাসস্ট্যান্ড থেকে বানিয়াখালি বাজার সংলগ্ন প্রায় ৪ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কারবিহীন এ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী চলাচল করে। জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়েই চলাচল করে ৫ থেকে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়াও ১টি কমিউনিটি ক্লিনিক ও দুটি বাজারে যেতে হয় এই সড়ক দিয়ে। সড়কটি এত জনগুরুত্বপূর্ণ হলেও ভাঙ্গা সড়ক মেরামতের উদ্যোগ নেই স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল থাকায় চালকরা গাড়ি চালাতে চায় না। ফলে প্রায় চার কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেই পারাপার করতে হয় স্থানীয়দের। আবার দু’ একটি গাড়ি চলাচল করলেও ভাড়া গুনতে হয় দিগুণ। অনেক সময় দেখা যায় অসুস্থ রোগী নিয়েও বিপাকে পড়তে হয়। শুকনো মৌসুমে রাস্তা দিয়ে চলাচল করার সময় ধুলোয় মেখে যেতে হয় পথচারীদের। বর্ষাকালে হতে হয় কাদায় মাখামাখি। তাই অতি দ্রুত রাস্তাটির সংস্কার করার জোর দাবি এলাকাবাসীর। এ বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মো. সাব্বির হোসেন
শরণখোলা, বাগেরহাট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।