Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ভাষাদূষণ রোধে সরব হতে হবে

মানুষের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম হলো ভাষা। মাতৃভাষায় কথা বলার মতো তৃপ্তি অন্য ভাষায় হয় না। বিশ্বের মধ্যে একমাত্র জাতি বাঙালি যারা মায়ের ভাষার জন্য রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে। ভাষা শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইউনেস্কো বাংলা ভাষাকে পৃথিবীর সবচেয়ে সুরেলা ভাষা হিসেবে ঘোষণা দিয়েছে ২০১০ সালে। ভাষার মর্যাদা দেয়ার বিষয়টা শুদ্ধতার চর্চার সাথেও সম্পর্কিত। কিন্তু বর্তমানে এ ভাষার ব্যবহার নিয়ে রয়েছে নানা কথা। বিশেষ করে, তরুণ সমাজ যেভাবে এ ভাষা ব্যবহার করছে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। তারা বাংলা বলতে গিয়ে ইংরেজির সাথে মিলিয়ে তালগোল পাকিয়ে ফেলছে। ইদানীং অনেক অভিভাবক গর্বের সঙ্গে বলেন, তাদের ছেলেমেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংলিশে অনর্গল কথা বলতে পারলেও বাংলায় ঠিক মতো কথা বলতে পারে না। এটা যেন তাদের গর্বের বিষয়! এখনই সময় এ তরুণদের মধ্যে ভাষার প্রতি ভালোবাসা জাগানোর। তা-না হলে ভুলে ভরা বাংলা-ইংলিশ বা হিন্দির বিকৃত উচ্চারণই ফ্যাশনে পরিণত হবে। এজন্য শিক্ষক, অভিভাবক, বয়োজ্যেষ্ঠদের এগিয়ে আসতে হবে। শুধু ফেব্রুয়ারি মাসে নয়, বছরের প্রতিটি মাসেই ভাষাদূষণ রোধে সরব হতে হবে। তাহলে সব জায়গায় শুদ্ধভাবে বাংলার ব্যবহার হবে এমনটাই প্রত্যাশা।

এনামুল হক
সহকারী শিক্ষক, সৈয়দ জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়, ফরিদপুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন