Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা-মেয়েকে পিলারে বেঁধে নির্যাতন: মূল আসামী গ্রেফতার

নোয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩৫ পিএম

নোয়াখালীর হাতিয়ায় সম্পত্তির বিরোধের জেরে স্কুল পড়ুয়া মেয়ে ও তার মাকে পিলারে বেঁধে নির্যাতন এবং সে ভিডিও টিকটকে ছড়িয়ে দেওয়ার মূল আসামী মো. জিল্লুর রহমানকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে চট্টগ্রামের পটিয়া থানার কুসুমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মো. জিল্লুর রহমান হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামের মো. জহির উদ্দিনের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে পটিয়া থানা পুলিশের সহায়তায় আসামি জিল্লুরকে গ্রেফতার করা হয়েছে। স্কুলছাত্রীর বাবার দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

এরআগে গত ৯ ফেব্রুয়ারী সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৬) ও তার মাকে (৩৫) পিলারে বেঁধে নির্যাতন করে জিল্লুরসহ তার সহযোগিরা। পরে এ ঘটনার ভিডিও করে তা টিকটকে ছড়িয়ে দেন আসামি জিল্লুর রহমান।

এ ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি (বুধবার) প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা।

অভিযোগে জানা গেছে, সম্পত্তির বিরোধে প্রতিপক্ষরা বাদির স্ত্রী ও স্কুলপড়ুয়া মেয়েকে চুরির অপবাদে রশি দিয়ে পিলারে বেঁধে নির্যাতন করেন। পরে ওই ঘটনার একটি ভিডিও জিল্লুর রহমান তার টিকটক আইডিতে মা-মেয়েকে চুরির অপবাদ দিয়ে ছেড়ে দেন। এরপর থেকে ওই স্কুলছাত্রী লোকলজ্জার ভয়ে বাড়ি থেকে বের হতে পারছে না। স্কুলে যাওয়াও বন্ধ রয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, স্কুলছাত্রীর বাবার দায়ের করা অভিযোগটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলায় জিল্লুর রহমানসহ তার কয়েকজন সহযোগিকে আসামি করা হয়েছে। আসামি জিল্লুরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সাথে জড়িত অপরাপর আসামীদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ