Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভ্যাটিকানের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করল ওমান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১১ এএম

ভ্যাটিকান ও ওমান বৃহস্পতিবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। এর ফলে আরব মুসলিম দুনিয়ার সাথে পোপের আনুষ্ঠানিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ হলো।

এক যৌথ বিবৃতিতে উভয় পক্ষ জানায়, তারা পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা বাড়াতে চায় এবং রাষ্ট্রদূতদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।
রোম পরিবেষ্টিত সার্বভৌম নগর-রাষ্ট্র ভ্যাটিকানের এখন সউদী আরব ছাড়া আরব উপদ্বীপের প্রতিটি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হলো।
সুলতান-শাসিত ওমান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ভ্যাটিকান আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে মাত্র চারজন ক্যাথলিক প্যারিশ এবং ১২ জন পাদ্রি রয়েছে।
বিবৃতিতে বলা হয় যে ভ্যাটিকান আশা করছে, সম্পর্ক উন্নয়নের ফলে চার্চ ওমানের সামাজিক কল্যাণে অবদান অব্যাহত রাখতে পারবে।
পোপ ফ্রান্সিস ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি সফর করেন। গত বছর তিনি বাহরাইন সফর করেছেন। উভয় স্থানে তিনি বিশ্বাসীদের মধ্যে সংলাপ জোরদার করার জন্য আন্তঃধর্মীয় সভায় উপস্থিত ছিলেন। সূত্র : মিডল ইস্ট মনিটর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ