Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওমান ম্যাচে পয়েন্টের আশা বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ১২:০২ এএম

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে শক্তিশালী ওমানের বিপক্ষে ১ পয়েন্টের আশায় মাঠে নামবে বাংলাদেশ। কাতারের রাজধানী দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১১টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এবারের বিশ্বকাপ বাছাইয়ের আগে ওমানের বিপক্ষে খেলার অভিজ্ঞতা ছিল না লাল-সবুজদের। ২০১৯ সালে নভেম্বরে ওমানের মাসকটে প্রথম লেগের ম্যাচে বাংলাদেশ ৪-১ গোলে হেরেছিল স্বাগতিকদের কাছে। করোনার কারণে ফিরতি লেগ খেলতে হচ্ছে কাতারে। বাংলাদেশ দল চোট, কার্ড জটিলতায় জর্জরিত। বাংলাদেশের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া, ডিফেন্ডার রহমত মিয়া, বিপলু নেই কার্ডের জন্য আর মাসুক মিয়া জনি থাকছেন না ইনজুরিতে থাকায়। তারপরও তপুরা মানসিকভাবে খানিকটা স্বস্তিতে আছেন। আফগানিস্তান ১-২ গোলে হেরেছে ওমানের কাছে। আফগানদের এই প্রতিদ্বন্ধিতাই বাংলাদেশ দলের জন্য প্রেরণা। এরপরও বাংলাদেশের নতুন অধিনায়ক তপু বর্মণ ওমান ম্যাচে এক পয়েন্টের আশা করছেন। গতকাল তিনি বলেন, ‘ওমান অনেক শক্তিশালী দল। কাতারে তাদের দু’টি ম্যাচ আমরা দেখেছি। আমাদের কোচ তাদের নিয়ে পরিকল্পনা করেছেন। আমরা ঠিকমতো খেলতে পারলে এক পয়েন্ট নিয়ে কাতার মিশন শেষ করতে পারবো।’
ওই ম্যাচে বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের খানিকটা প্রাপ্তি ছিল বিপলু আহমেদের একমাত্র গোলটি। সেই বিপলুও কার্ড জটিলতার কারণে আজকের ম্যাচে থাকছেন না। দর্শক হয়ে থাকতে হবে গ্যালারিতে। তবে আগের দিন অনুশীলনে বিপুল সতীর্থদের উজ্জ্বীবিত করছেন এভাবে, ‘ম্যাচটি খুব মিস করবো। আগের ম্যাচে আমার গোলের স্মৃতি রয়েছে। আমি না থাকলেও দলে গোল করার মতো ফুটবলার রয়েছেন। আশা করি আমরা একটি ভালো ম্যাচই দেখতে পাবো।’
বাংলাদেশ আজ ওমানের কাছ থেকে এক পয়েন্ট আদায় করে নিলেও এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ এড়াতে পারবে না। তবে প্লে-অফ ড্রয়ের পটে তারা খানিকটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। অন্যদিকে ওমানের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচটি জিতলে এশিয়ান কাপ নিশ্চিত হওয়ার পাশাপাশি বিশ্বকাপ বাছাইও নিশ্চিত হবে ওমানের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওমান ম্যাচ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ