বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বর্তমান সরকারের পদত্যাগসহ নানা দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। এরই অংশ হিসেবে বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আগামী ৪ মার্চ শনিবার দেশব্যাপী মহানগরের অন্তর্গত সকল থানায় পদযাত্রা করবে এলডিপি।
শনিবার সকালে এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বলেন, বর্তমান সরকার অর্থনৈতিকভাবে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। জীবিকা নির্বাহের জন্য মানুষকে আয়ের চেয়ে দ্বিগুণ অর্থ ব্যয় করতে হচ্ছে। মেট্রোরেলসহ মেগা প্রজেক্টের নামে বাংলাদেশ থেকে লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না হওয়ায় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনগণের জীবনযাত্রার ওপর খড়গহস্ত চালাচ্ছে। সরকারের এসব আচরণ অন্যায়-অযৌক্তিক। এই নিশিরাতের সরকারের পতনের আন্দোলনে এলডিপি অতীতে বিএনপির সঙ্গে ছিলো এখন আছে ভবিষ্যতেও থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।